Vishnu Temple

Vishnu Temple

Sri Ramakrishna worshipped in this temple for some time. Here the names of Radha- Krishna idols are Sri Sri Jagamohini Radha and Sri Sri Jagamohan Krishna. Daily puja with vegetarian bhog (food offered to a deity) are performed. Special puja is arranged on special days like SnanYatra, Jhulan, Janmashtami, Raas etc. The broken leg of the idol of Krishna seen in the adjoining room of this temple was mended and attached by Sri Ramakrishna. In 1929, the attached part of the idol broke again during dressing of the deity. So a new idol of Lord Krishna was placed alongside idol of Sri Sri Radha in the year 1930.

The photograph known as ‘shrine picture of Thakur Sri Ramakrishna’ and worshipped in homes and temples was taken in the Vishnu Temple on one of the Sundays in October 1883*. Devotee Bhavanath Chattopadhyay came to Dakshineswar with the photographer Avinash Chandra Dawn, an apprentice of Bourne & Shepherd, India’s oldest photography firm, but Thakur did not give his consent. His friend Narendranath (Swami Vivekananda) assured him to help and went to Sri Ramakrishna who was on the verandah to the west of Radhakanta temple and started religious conversation with him.Thakur soon went into Samadhi (a blissful superconscious state) and the photograph was taken. Thakur said after seeing the picture, “This represents a high yogic state – absorbed in the Absolute. This form will be worshipped in every home in times to come.”

*Anandarup Sri Ramakrishna – Swami Prabhananda (Page 14, Seventh Reprint, June 2013)

 

বিষ্ণুমন্দির

শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে কিছুকাল পূজা করেন। এখানে রাধাকৃষ্ণ বিগ্রহদ্বয়ের নাম শ্রীশ্রীজগমোহিনী রাধা ও শ্রীশ্রীজগমোহন কৃষ্ণ। নিত্য পূজা ও নিরামিষ ভোগ নিবেদন করা হইয়া থাকে। বিশেষ পূজার ব্যবস্থা স্নানযাত্রা, ঝুলন, জন্মাষ্টমী, রাস প্রভৃতি বিশেষ দিনে হইয়া থাকে। এই মন্দিরের পার্শ্ববর্তী কক্ষে যে শ্রীকৃষ্ণ মূর্তিটি দেখা যায় উহারই ভগ্নপদ শ্রীরামকৃষ্ণ কর্তৃক জোড়া দেওয়া হইয়াছিল। ১৯২৯ খ্রীষ্টাব্দে এই মূর্তির জোড়া দেওয়া অংশটি অঙ্গরাগের সময় পুনরায় ভগ্ন হওয়ায় নূতন মূর্তি শ্রীশ্রীরাধাবিগ্রহের নিকট স্থাপিত হইয়াছে, ১৯৩০ খ্রীষ্টাব্দে।

ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে প্রতিকৃতিটি ঘরে ও মন্দিরে পূজিত হয়, *১৮৮৩ খ্রীষ্টাব্দের অক্টোবর মাসের একটি রবিবারে ৺রাধাকান্তের মন্দিরে ভক্ত ভবনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবং তাঁর বন্ধু নরেন্দ্রনাথের (স্বামী বিবেকানন্দের) সহায়তায় সেই আলোকচিত্রটি নেওয়া সম্ভব হয়। ভারতের প্রাচীনতম আলোকচিত্রের প্রতিষ্ঠান বোর্ন এণ্ড শেফার্ড কোম্পানির শিক্ষানবিশ অবিনাশ চন্দ্র দাঁ এই ছবিটি তুলিয়াছিলেন। পরে এই চিত্র দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, “এ মহাযোগের লক্ষণ। এ ছবি কালে ঘরে ঘরে পূজা হবে।”

*আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ – স্বামী প্রভানন্দ (পৃষ্ঠা ১৪, সপ্তম পুনর্মুদ্রণ, আষাঢ় ১৪২০)

Thakur Sri Ramakrishna

in the state of Mahayoga (absorbed in the Absolute) photographed in October 1883 in Radhakanta Temple

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *