Shyampukur Vidyasagar School where Sri M was the Headmaster and on 15th November 1882 he was picked up from here. This school building is non-existent now.
শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কথামতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। ১৫ই নভেম্বর ১৮৮২ সালে এই স্কুল থেকে তাঁকে তুলে নেওয়া হয়েছিল। এই স্কুলটির এখন আর অস্তিত্ব নেই।
Vidyasagar’s School in Shyampukur
শ্যামপুকুরে বিদ্যাসাগরের স্কুল
এই মেট্রোপলিটন স্কুল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের অনতিদূরে অবস্থিত। গড়ের মাঠে সার্কাস দেখিতে যাওয়ার পথে শ্রীশ্রীঠাকুর মাস্টারমহাশয়কে এই স্কুল হইতে গাড়িতে তুলিয়া লইয়াছিলেন (১৫-১১-১৮৮২)