Ishwar Chandra Vidyasagar’s Residence in Badurbagan
Sri Ramakrishna, accompanied by Master Mahasaya (Mahendranath Gupta), Bhavanath Chattopadhyay and Pratap Chandra Hazra, visited this place on the 5th of August 1882 at about 4pm. He had extensive conversation for almost 5 hours with Vidyasagar till 9 pm. These discussions were held in a room on the first floor of this two storey building.
On meeting Vidyasagar, Thakur told very affectionately:
*Master : “Ah! Today, at last, I have come to the ocean. Up till now I have seen only canals, marshes, or a river at the most. But today I am face to face with the sagar, the ocean.” (A1l laugh.)
Vidyasagar (smiling) : “Then please take home some salt water.” (Laughter.)
Master : “Oh, no! Why salt water? You aren’t the ocean of ignorance. You are the ocean of vidya, knowledge. You are the ocean of condensed milk.” (All laugh.)
– *5th August 1882 (The Gospel of Sri Ramakrishna – vol.1)
Their conversation continued till 9pm. Thereafter, Vidyasagar, himself with a lighted candle in his hand escorted Thakur all the way to the main gate.
*”As soon as the Master and the devotees reached the gate, they saw an unexpected sight and stood still. In front of them was a bearded gentleman of fair complexion, aged about thirty-six. He wore his clothes like a Bengali, but on his head was a white turban tied after the fashion of the Sikhs. No sooner did he see the Master than he fell prostrate before him, turban and all.
When he stood up the Master said: “Who is this? Balaram? Why so late in the evening?”
Balaram : “I have been waiting here a long time, sir.”
– *5th August 1882 (The Gospel of Sri Ramakrishna – vol.1)
Presently, this house is being taken care of by Vidyasaagar College and is a leading study centre in North Kolkata of Indira Gandhi Open University.
Address: 36 Vidyasagar Street, Kolkata-700009
Directions: This house is situated on Acharya Prafulla Chandra Road in the Gorpar area of North Kolkata. One needs to take the road opposite the Deaf and Dumb School, enter Vidyasagar Street and at the end of the road, this house is located adjacent to Badurbagan Lane on the right side.
Thakur Sri Ramakrishna went to the first floor by above staircase and met Ishwar Chandra Vidyasagar in the room on the first floor. At 9pm. Vidyasagar himself, with a lighted candle in his hand came down and escorted Thakur all the way to the main gate where Balaram Bose was waiting to pay obeisance to Thakur and fell prostate before him as soon as he saw him.
ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সিঁড়ি দিয়া উপরে যান এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দ্বিতলের কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা বাক্যালাপ করেন। রাত্রি ৯টার সময় বিদ্যাসাগর নিজে ঠাকুরকে সিঁড়ি দিয়া একটি বাতির ক্ষীণ আলোয় পথ দেখাইয়া বাড়ির ফটক পর্যন্ত পৌঁছাইয়া দিয়াছিলেন। বলরাম বসু ঠাকুরের জন্য সেই স্থানে অপেক্ষা করিতেছিলেন এবং তাঁহাকে দেখামাত্র সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করেন।
বাদুড়বাগানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি
ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করিতে, ১৮৮২ সালের ৫ই আগষ্ট বেলা ৪ ঘটিকায়, ভবনাথ চট্টোপাধ্যায়, প্রতাপ চন্দ্র হাজরা ও মাস্টার মহাশয় (মহেন্দ্রনাথ গুপ্ত) সহ এই বাড়িতে আসিয়াছিলেন এবং রাত ন’টা পর্যন্ত দ্বিতলের ঘরে বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দীর্ঘ কথোপকথন হইয়াছিল।
ঠাকুর সেদিন স্নেহভরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলিয়াছিলেন :
*”শ্রীরামকৃষ্ণ — আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি, এইবার সাগর দেখছি। (সকলের হাস্য)
বিদ্যাসাগর (সহাস্যে) — তবে নোনা জল খানিকটা নিয়ে যান! (হাস্য)
শ্রীরামকৃষ্ণ — না গো! নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর! (সকলের হাস্য) তুমি ক্ষীরসমুদ্র! (সকলের হাস্য)”
– *৫ই আগস্ট ১৮৮২ (শ্রীশ্রী রামকৃষ্ণকথামৃত)
রাত্রি প্রায় ৯টা পর্যন্ত কথোপকথনের পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে ঠাকুরকে একটি বাতির ক্ষীণ আলোয় পথ দেখাইয়া বাড়ির ফটক পর্যন্ত পৌঁছাইয়া দিয়াছিলেন।
*”শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালীর পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্মশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ ৩৬/৩৭, মাথায় শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা। চাদর নাই। তাঁহারা দেখিলেন, পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবামাত্র মাটিতে উষ্ণীষসমেত মস্তক অবলুন্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, “বলরাম! তুমি? এত রাত্রে?”
বলরাম (সহাস্যে) — আমি অনেক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম।”
– *৫ই আগস্ট ১৮৮২ (শ্রীশ্রী রামকৃষ্ণকথামৃত)
বর্তমানে বিদ্যাসাগর কলেজ এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করিয়াছে এবং এই বাড়িটি এখন ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের উত্তর কলকাতার অন্যতম অধ্যয়ণ কেন্দ্র।
বর্তমান ঠিকানা : ৩৬ নং বিদ্যাসাগর স্ট্রীট, বাদুড়বাগান, কলকাতা-৯
পথনির্দেশ : উত্তর কলকাতার গড়পার অঞ্চলে আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে মূক-বধির বিদ্যালয়ের বিপরীত দিকের রাস্তা বিদ্যাসাগর স্ট্রিটে প্রবেশ করিয়া রাস্তার শেষ প্রান্তে ডান পার্শ্বে বাদুড়বাগান লেনের সংলগ্নে এই বাড়িটি অবস্থিত।
বাদুড় বাগানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি
House of Iswar Chandra Vidyasagar at Badur Bagan
Ishwar Chandra Vidyasagar (Bandopadhyay)
(26th September 1820 –
29th July 1891)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (বন্দোপাধ্যায়)
(২৬শে সেপ্টেম্বর ১৮২০ – ২৯শে জুলাই ১৮৯১)