Ishwar Chandra Vidyasagar’s Residence in Badurbagan
Sri Ramakrishna, accompanied by Master Mahasaya (Mahendranath Gupta, the author of Kathamrita), Bhavanath Chattopadhyay and Pratap Chandra Hazra, visited this place on the 5th of August 1882 at 4pm. He had extensive conversation for almost 5 hours with Vidyasagar till 9 pm. These discussions were held in a room on the first floor of this two storey building. The detailed description of that day’s meeting is available in Kathamrita.
Presently, this house is being taken care by Vidyasaagar College and is a leading study centre in North Kolkata of Indira Gandhi Open University.
Address: 36 Vidyasagar Street, Kolkata-700009
Directions: This house is situated on Acharya Prafulla Chandra Road in the Gorpar area of North Kolkata. One needs to take the road opposite Deaf and Dumb Vidyalaya, enter the Vidyasagar Street and at the end of the road, this house is adjacent to Badurbagan Lane on the right side.
বাদুড়বাগানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি
ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে ১৮৮২ সালের ৫ই আগষ্ট বেলা ৪ ঘটিকায়, ভবনাথ চট্টোপাধ্যায়, প্রতাপ চন্দ্র হাজরা ও মাস্টার মহাশয়ের (কথামৃতকার শ্রীম -মহেন্দ্রনাথ গুপ্ত) সঙ্গে আসিয়াছিলেন এবং রাত ন’টা পর্যন্ত বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দীর্ঘ কথোপকথন হইয়াছিল এই বাড়ির দ্বিতলের ঘরে। এই সাক্ষাৎকারের বিশদ বিবরণ পাওয়া যায় শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থে।
বর্তমানে বিদ্যাসাগর কলেজ এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করিয়াছে এবং এই বাড়িটি এখন ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের উত্তর কলকাতার অন্যতম অধ্যায়ণ কেন্দ্র।
বর্তমান ঠিকানা : ৩৬ নং বিদ্যাসাগর স্ট্রীট, বাদুড়বাগান, কলকাতা-৯
পথনির্দেশ : উত্তর কলকাতার গড়পার অঞ্চলে আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে মূক-বধির বিদ্যালয়ের বিপরীত দিকের রাস্তা বিদ্যাসাগর স্ট্রিটে প্রবেশ করিয়া রাস্তার শেষ প্রান্তে ডান পার্শ্বে বাদুড়বাগান লেনের সংলগ্নে এই বাড়িটি অবস্থিত।
বাদুড় বাগানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি
House of Iswar Chandra Vidyasagar at Badur Bagan