Trailanga Swami in Kashi

Trailanga Swami in Kashi

 
Thakur met TroilangaSwamy at Kashi. One day Thakur fed him Rice pudding with his own hands. One day in Kashi, Thakur was invited to the monastery of the pro-Nanak saints. Facing Sri Sri Thakur, a young saint recited the Gita. The saint commented on Thakur, ‘Naradiya bhakti in Kali Yuga.’ Thakur was also invited by the Bhairav- Bhairavi group at Kashi. Sri Sri Thakur was happy to hear the playing of harp by Mahesh Chandra Sarkar at his house in Kashi’s Madanpura area. Meeting Yogeshwari Bhairavi Brahmani (Sri Thakur’s guru of Tantra sadhana) near the sixty-four Yogini Ghat, Thakur relieved her mental anguish and took her to Vrindavan. At the behest of Sri Sri Thakur, Mathurbabu became KalpaTaru (wish fulfilling tree)  here one day, and donated daily necessities like clothes, blankets, footwear etc. whatever was needed. At the request of Mathurbabu, Thakur asked for a Kamandalu (waterpot).

Bengali

কাশীতে ত্রৈলঙ্গ স্বামী

ঠাকুর ৺কাশীতে ত্রৈলঙ্গস্বামীর দর্শন লাভ করেন। নিজের হাতে ঠাকুর একদিন তাঁহাকে পায়েস খাওয়াইয়াছিলেন। ৺কাশীতে একদিন নানকপন্থী সাধুদের মঠে নিমন্ত্রিত হইয়া ঠাকুর গিয়াছিলেন। শ্রীশ্রীঠাকুরের দিকে মুখ করিয়া অল্পবয়স্ক এক সাধু গীতা পাঠ করিয়াছিলেন। সেই সাধু ঠাকুরকে বলিয়াছিলেন ‘কলিযুগে নারদীয় ভক্তি।’ ৺কাশীতে একদিন ভৈরব-ভৈরবীদের চক্রে আহূত হইয়া শ্রীশ্রীঠাকুর গিয়াছিলেন। ৺কাশীর মদনপুরা পল্লীতে শ্রীশ্রীঠাকুর বীণাবাদক মহেশচন্দ্র সরকারের বাড়িতে তাঁহার বীণা বাদন শুনিয়া আনন্দিত হইয়াছিলেন। চৌষট্টি যোগিনী ঘাটের নিকট যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণীকে (শ্রীশ্রীঠাকুরের তন্ত্র সাধনার গুরু) দেখিয়া ঠাকুর তাঁহার মনোবেদনা দূর করিয়া ৺বৃন্দাবনে লইয়া গিয়াছিলেন। শ্রীশ্রীঠাকুরের আজ্ঞায় মথুরবাবু এখানে একদিন কল্পতরু হইয়া নিত্যব্যবহার্য দ্রব্য বস্ত্র, কম্বল, পাদুকা প্রভৃতি যে যাহা চাহিয়াছিল, দান করিয়াছিলেন। মথুরবাবুর অনুরোধে ঠাকুর একটি কমণ্ডলু চাহিয়া লইয়াছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *