Sri Ramakrishna’s Room
Sri Sri Thakur lived in a room on the north-west corner of the temple premises for a long period of 14 years (from 1871 to 1885). During this period, many saints, scholars, followers, householder devotees and seekers of truth used to visit him in this room to listen to his views and discourses on God and also of the days of his Sadhana (spiritual practice). They used to listen to Kirtan (musical form of narration, shared recitation or devotional singing) and Bhajan (closely connected to Kirtan, both being musical expression of devotional themes) and also used to witness him going often into Samadhi (spiritual ecstasy, communion with the Divine) in this place. He used to stand on the semi-circular verandah on the west side of this room and watch Ganga (Ganges). In this room, at present Sri Sri Thakur’s pictures have been placed on both the cots used by him and are worshipped daily.
On 5th June 1872, on Phalaharini-Kalipuja day, Thakur Sri Ramakrishna worshipped Ma Sarada Devi as Divine Mother Tripurasundari in his room in Dakshineswar (shown by white arrow). Ma Sarada Devi was made to sit on the above wooden seat.
৫ই জুন ১৮৭২ সালে ফলহারিণী কালীপূজার দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর কক্ষে মা সারদা দেবীকে জগন্মাতা ত্রিপুরাসুন্দরী রূপে পূজা করিয়াছিলেন। কক্ষে তীর-চিহ্নিত স্থানটিতে সেদিন ঠাকুর, মা সারদা দেবীকে পিঁড়িতে (সেই পিঁড়িটির ছবিও দেওয়া হইয়াছে) বসাইয়া পূজা করিয়াছিলেন।
শ্রীরামকৃষ্ণের ঘর
মন্দির প্রাঙ্গনের উত্তর-পশ্চিমদিকের কক্ষটিতে শ্রীশ্রীঠাকুর (১৮৭১-১৮৮৫) , দীর্ঘ ১৪ বৎসর কাল বাস করিয়াছেন। এই কালে কত সাধু, পণ্ডিত, ভক্ত, তাঁহার অন্তরঙ্গ গৃহী ও ত্যাগী ভক্তবৃন্দের সঙ্গে ভগবৎপ্রসঙ্গ, তাঁহার সাধনকালের কথা, কীর্তন, ভজন, ভাব, সমাধি অনুষ্ঠিত হইয়াছিল। এই ঘরের পশ্চিমদিকের অর্ধচন্দ্রাকৃতি বারান্দায় দাঁড়াইয়া গঙ্গাদর্শন করিতেন। এই ঘরেই, ১৮৭২ খ্রিস্টাব্দের ৫ই জুন, ৺ফলহারিণী কালীপূজার রাত্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীমা সারদা দেবীকে মাতৃজ্ঞানে ‘ষোড়শী পূজা’ করিয়াছিলেন। বর্তমানে, শ্রীশ্রীঠাকুরের তক্তাপোশ, চৌকীর উপর তাঁহার ফটো সযত্নে রক্ষিত হইয়া নিত্য পূজাদি হয়।
Thakur Sri Ramakrishna lived in this room for 14 years from 1871 to 1885