Mollapara Mosque

Mollapara Mosque

Towards the end of 1866, Thakur Sri Ramakrishna, in his Sadhana (spiritual practice) through other faiths and paths, started the practice of disciplines of Islam. Sri Ramakrishna’s practice of Islam has been detailed in the sixteenth chapter of volume-1 of SriSriRamakrishna Lilaprasanga* and also in SriSri Ramakrishna Punthi. Sri Ramakrishna met in Panchavati a Muslim dervish (a member of Sufi fraternity) by the name of Wajid Ali Khan, a resident of Dumdum and a convert from Hindu faith of earlier name Govinda Roy. Under his direction, Thakur started Sadhana (spiritual practice) of Islamic discipline. He started dressing as a Mussalman and praying as per Islamic practice of repeating the name of Allah. He started wearing his dhoti (a type of loincloth) without tucking behind and eating food prepared under the direction of a Mussalman cook. He also started staying outside of the temple precint and did not visit the temple during this period. While practicing Islam, Sri Sri Thakur came to this mosque near Dakshineswar to offer namaz (prescribed daily prayer in Islam).The mosque was located at 16/1 Trailokya Biswas Road on the main road on the right before entering the main gate of Dakshineswar Kalibari.

*Sri SriRamakrishna Lilaprasanga – Swami Saradananda (Volume-1, 28th Reprint, August 2012)

মোল্লাপাড়ার মসজিদ

১৮৬৬ খ্রিস্টাব্দের শেষের দিকে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইসলাম ধর্ম সাধনায় ব্রতী হইয়াছিলেন এবং সেই উপলক্ষে দক্ষিণেশ্বর কালী মন্দিরের নিকটবর্তী এই মসজিদে ইসলামধর্ম সাধনকালে শ্রীশ্রীঠাকুর নমাজ পড়িতে আসিয়াছিলেন। শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ গ্রন্থের প্রথম খন্ডের ষোড়শ অধ্যায়ে* এবং শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথি গ্রন্থে  শ্রীরামকৃষ্ণের ইসলাম ধর্ম সাধনার বিশদ উল্লেখ আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সাধনকালের ইসলাম ধর্মসাধনার গুরু ছিলেন দমদম নিবাসী মুসলমান দরবেশ গোবিন্দ রায় – পূর্বে তিনি হিন্দু ক্ষত্রিয় ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া তাঁহার ধর্মান্তরিত নাম হয়  ওয়াজেদ আলী খাঁ। দক্ষিণেশ্বরের পঞ্চবটীতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁর সাক্ষাৎ হইয়াছিল এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বেচ্ছায় তাঁহার নিকট ইসলাম ধর্মসাধনে আগ্ৰহ প্রকাশ করিয়াছিলেন। এই সময় ঠাকুর আল্লা-মন্ত্র জপ ছাড়াও মুসলমানদের মত কাঁছা খুলিয়া কাপড় পরিতেন এবং মুসলমানদিগের প্রণালীতে রন্ধন করা খাবার খাইতেন এবং নিকটস্থ এই মসজিদে নমাজ পড়িতে যাইতেন।  দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রধান ফটকে প্রবেশ করার পূর্বেই ডানদিকের বড় রাস্তায়, ১৬/১ ত্রৈলোক্য বিশ্বাস রোডে অবস্থিত ছিল এই মসজিদ।

*শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ (প্রথম খণ্ড) – স্বামী সারদানন্দ (পৃষ্ঠা ১৭৬-১৭৭, ২৮তম পুনর্মুদ্রণ, শ্রাবণ ১৪১৯)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *