Sri Sri Ma’s Hut built by Shambhu Charan Mallik
Seeing Sri Sri Ma Sarada Devi’s difficulty in living in the very small room of the Nahabat in Kalibari, devotee Sambhu Charan Mallik bought a piece of land next to the temple garden and with the help of Kapten (Sri Biswanath Upadhyay) another devotee of Thakur, built a room and with a deed of donation passed on to Sri Ma for her use.
Present State of the hut built by Sambhu Charan Mullick for Sri Sri Sarada Ma
now maintained by Sri Sarada Math and Ramakrishna Sarada Mission Dakshineswar
শম্ভু মল্লিক নির্মিত শ্রীশ্রীমায়ের চালাঘর
কালীবাড়ির নহবতের সঙ্কীর্ণ ঘরে শ্রীশ্রীমায়ের বসবাসের কষ্ট দেখিয়া ভক্ত শম্ভুচরণ মন্দিরের বাগানের পাশেই একখণ্ড জমি ক্রয় করিয়া ঠাকুরের অন্য ভক্ত কাপ্তেনের সহায়তায় সেখানে মায়ের বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করিয়া দানপত্র করিয়া দিয়াছিলেন। বর্তমানে , এই পবিত্র স্থানটি শ্রী সারদা মঠ দক্ষিনেশ্বর অধিগ্রহণ করে এবং সেই স্থানে শ্রীমা সারদা দেবীর স্মৃতি সৌধ নির্মাণ করা হইয়াছে এবং এই বাড়িটি দক্ষিণেশ্বরে সারদা মঠ রসিক ভিটা শাখা কেন্দ্রের এক্সটেশন বিল্ডিং।
ঠিকানা : সারদা ভিটা, ৪/২, ত্রৈলোক্য বিশ্বাস রোড, দক্ষিণেশ্বর, কলকাতা-৩৫ (দক্ষিণেশ্বর মন্দিরের উত্তর প্রান্তে উদ্যান সংলগ্ন ‘উইমকো ম্যাচ ফ্যাক্টরি’র উত্তর দিকে বড় রাস্তার উপর অবস্থিত এই বাড়ি)।