Raghav Pandit’s House
In the Panihati-Mahatsava, Thakur used to visit Raghav Pandit’s house dancing and singing all the way with the participants of the Kirtan group.
রাঘব পণ্ডিতের বাটী
পাটবাড়ী : পানিহাটী-মহোৎসবে যোগদান কালে কীর্তন দলের সহিত ভাবে নৃত্য ও গান করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে আসিতেন।
শ্রী চৈতন্য মহাপ্রভু যখন উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটিতে শুভাগমন করিয়াছিলেন, তখন তাঁর অন্তরঙ্গ পার্ষদ পানিহাটি নিবাসী শ্রী রাঘব পন্ডিতের ভবনেও তিনি পদার্পণ করিয়াছিলেন এবং পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও শুভাগমন হয় ওই ভবনে। তাই, এই দুই অবতারপুরুষের চরণস্পর্শে এই স্থানটি অতীব পবিত্র।
এই রাঘব ভবনে ১৮৮৫ খ্রিস্টাব্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমনের বিবরণ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ গ্রন্থের পঞ্চম খন্ডের দশম অধ্যায়ে প্রকাশিত হইয়াছে।
বর্তমানে রাঘব ভবনটি শ্রীমন্দিরে রূপান্তরিত হইয়াছে। রাঘব পণ্ডিতের শ্রীপাটে নিত্য মদনমোহন জীউর সেবা ও অন্যান্য বিগ্রহগুলির সেবা হইয়া থাকে। শ্রীমন্দির ও বৃহৎ প্রাঙ্গণটি প্রাচীর দিয়ে ঘেরা। প্রধান প্রবেশপথটিতে লোহার বড় গেট আছে।
ঠিকানা : রাঘব পন্ডিতের শ্রীপাট-শ্রী রাঘব ভবন, পানিহাটি, জেলা-উত্তর ২৪ পরগনা
পথ নির্দেশ : বিটি রোডের ওপর পানিহাটি পৌরসভা ও সোদপুরের মোড়ে বিপরীত দিকে রাজা রামচাঁদ ঘাট রোড ধরে বরাবর গঙ্গার দিকে এগিয়ে গেলে মহোৎসবতলার আগেই একটি কালী মন্দির দেখা যায় এবং এই কালীমন্দির সংলগ্ন উত্তরের রাস্তাটি পাটবাড়ি লেন। এই গলিতে ঢুকে কিছুটা এগিয়ে গেলে বামদিকে এই শ্রীপাট বা শ্রীরাঘব ভবন।