Nabin Niyogi’s House

Nabin Niyogi’s House

Thakur used to pay kind visit during Durga Puja events to their house at Bachaspati Para Road in Dakshineswar. His visit to Nabin Niyogi’s house in the morning to watch Nilakantha’s (Nilkantha Mukhopadhaya) Jatragaan (musical folk theatre) and later Nilakantha’s meeting with him in his room in Dakshineswar at three o’clock in the afternoon on 5th October 1884 have been mentioned in Kathamrita :

“Baburam and M. talked about Nilkantha’s theatrical performance. Baburam had spent the previous night at the temple garden after his return from Nabin Sen’s house. In the morning he had attended Nilkantha’s performance with the Master.“*

“About three o’clock in the afternoon Sri Ramakrishna was sitting in his room. Nilkantha arrived with five or six of his companions. The Master went toward the east door as if to welcome him. The musicians bowed before the Master, touching the ground with their foreheads.” **

*page 597 and **page 598, The Gospel of Sri Ramakrishna, Vol.2 ( English translation of Sri Sri Ramakrishna Kathamrita by Swami Nikhilananda, Sri Ramakrishna Math, Mylapore)

Address : 47, Bachaspatipara Road, Dakshineswar, Kolkata – 76

Nilkantha Mukhopadhyay
(18th January 1842 – 5th August 1911)

নবীন নিয়োগীর বাড়ি

দক্ষিণেশ্বরের বাচস্পতিপাড়া রোডে ঠাকুর তাঁহাদের বাড়িতে দুর্গোৎসবাদিতে নিমন্ত্রিত হইয়া শুভাগমন করিতেন। ঠাকুরের ৫-১০-১৮৮৪ তারিখের সকালে নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের (নীলকন্ঠ মুখোপাধ্যায়) যাত্রাগান শুনিতে যাওয়া এবং দ্বিপ্রহর তিনটের সময় নীলকন্ঠের দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের সহিত সাক্ষাৎকারের বর্ণনা ‘কথামৃতে’ পাওয়া যায় ‌:

“বাবুরাম ও মাস্টার নীলকন্ঠের যাত্রার কথা কহিতেছেন। বাবুরাম নবীন সেনের বাটী হইতে দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়া কাল রাত্রে এখানে ছিলেন। সকালে ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়িতে নীলকন্ঠের যাত্রা শুনিয়াছিলেন।”

…………………………………………………………………………………………………………………….

“ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসিয়া আছেন। বেলা প্রায় তিনটা হইবে। নীলকণ্ঠ পাঁচ-সাতজন সাঙ্গোপাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত। ঠাকুর পূর্বাস্য হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন। নীলকণ্ঠ ঘরের পূর্ব দ্বার দিয়া আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন।”

– পৃষ্ঠা -৬২৯, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত, অখণ্ড সংস্করণ (উদ্বোধন কার্যালয়)

ঠিকানা : ৪৭, বাচস্পতিপাড়া রোড, দক্ষিণেশ্বর, কলকাতা -৭৬ (দক্ষিণেশ্বরে ডি. ডি. মন্ডলঘাট রোডের নিকটে মন্ডলপুকুরের দক্ষিণে এই দোতলা বাড়িটি অবস্থিত )।

Nabin Niyogi’s house with the Mandal-pukur (pond) in front

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *