Nabin Niyogi’s House
Thakur used to pay kind visit during Durgotsab related events to their house at Bachaspati Para Road in Dakshineswar. He also went there to listen to Nilakantha’s (Nilkantha Mukhopadhaya) Jatragaan (musical folk theatre).
নবীন নিয়োগীর বাড়ি
দক্ষিণেশ্বরের বাচস্পতিপাড়া রোডে ঠাকুর তাঁহাদের বাড়িতে দুর্গোৎসবাদিতে নিমন্ত্রিত হইয়া শুভাগমন করিতেন। নীলকণ্ঠের (নীলকন্ঠ মুখোপাধ্যায় )যাত্রাগান শুনিতেও গিয়াছিলেন।
ঠিকানা : ৪৭, বাচস্পতিপাড়া রোড, দক্ষিণেশ্বর, কলকাতা -৭৬ (দক্ষিণেশ্বরে ডি. ডি. মন্ডলঘাট রোডের নিকটে মন্ডলপুকুরের দক্ষিণে এই দোতলা বাড়িটি অবস্থিত )।
Nabin Niyogi’s house with the Mandal-pukur (pond) in front