The House of Maharaja Jatindra Mohan Tagore at Pathuriaghata
পাথুরিয়া ঘাটায় মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের বাড়ি
ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর নেপালী ভক্ত কাপ্তেনের (বিশ্বনাথ উপাধ্যায় ঘিমিরায়) সঙ্গে এই বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। পূর্বে একবার যদুলাল মল্লিকের দক্ষিণেশ্বরের বাগানবাড়িতে যতীন্দ্রমোহনের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হইয়াছিল। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁহার ‘ঈশ্বর চিন্তা করাই কর্তব্য’ – এই বিষয়ে কথাবার্তা হইয়াছিল। পাথুরিয়াঘাটায় তাঁদের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আগমন দিবসে মহারাজা যতীন্দ্রমোহনের কনিষ্ঠ ভ্রাতা সৌরীন্দ্রমোহনের সহিত শ্রীরামকৃষ্ণের কথাবার্তা এই বাড়িতেই হইয়াছিল। কিন্তু যতীন্দ্রমোহন ‘গলার বেদনার কথা’ জানাইয়া সেদিন ঠাকুর শ্রীরামকৃষের সহিত দেখা করেন নাই। দক্ষিণেশ্বরে কথাপ্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ১৬-১০-১৮৮২ (১৬ই অক্টোবর ১৮৮২) তারিখে নিজমুখে এই ঘটনাগুলির বিষয়ে তাঁর ভক্তদের সহিত আলোচনা করিয়াছিলেন, যাহা শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতে উল্লেখিত হইয়াছে। (তথ্য: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত , অখন্ড সংস্করণ, উদ্বোধন কার্যালয়, পৃষ্ঠা : ৬৭)
ঠিকানা : ৬৫,পাথুরিয়াঘাটা স্ট্রিট ,কলিকাতা-৬
পথনির্দেশ : উত্তর কলিকাতার নতুন বাজারের নিকট রবীন্দ্র সরণি হইতে পশ্চিমমুখের রাস্তা, পাথুরিয়াঘাটা স্ট্রীটে কিছুটা অগ্রসর হইলে ওই রাস্তার উপরেই ডান পার্শ্বে এই বাড়ি, বিপরীত দিকে অবস্থিত প্রখ্যাত জমিদার ও ভক্ত বাবু খেলাৎ চন্দ্র ঘোষের অট্টালিকা।