Kathak Thakurdada’s House
Narayandas Bandyopadhyay, a devotee of Kuthighat Road, Barahanagar, was an expert in reading and exposition of mythological stories. He was popularly known to the people as Kathak-Thakur or Thakurdada. He is also mentioned as Thakurdada in Kathamrita. His house was blessed by Thakur’s visit. (Sri-Ma-Darshan – Volume 15)
কথক ঠাকুরদাদার বাড়ি (সিদ্ধেশ্বরী কালী মন্দির)
বরাহনগর কুঠিঘাট রোড নিবাসী পরম ভক্ত নারায়ণদাস বন্দ্যোপাধ্যায় কথকতায় দক্ষ ছিলেন বলিয়া জনগণের নিকট কথকঠাকুর বা ঠাকুরদাদা নামে পরিচিত ছিলেন। কথামৃতেও তিনি ঠাকুরদাদা নামে উল্লিখিত হইয়াছেন। ঠাকুর এই বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। (শ্রীমদর্শন—১৫ খন্ডের-২২তম অধ্যায় ও ১৬ খন্ডের -১০ম অধ্যায় )
ঠিকানা : ৪৬, বি.কে. মৈত্র রোড ( পূর্বতন কুঠিঘাট রোড ), বরানগর, কলকাতা-৩৬
পথ নির্দেশ : বরানগর বাজারের কাছে কুটিঘাট রোড (বর্তমানে বি.কে.মৈত্র রোড) ধরে গঙ্গার দিকে যাওয়ার পথে ডান দিকে রাস্তার ধরে খোলা মাঠ, বলিদান মঞ্চ ও ৺সিদ্ধেশ্বরী কালী মন্দির সমেত এই বাড়ি। কালী মন্দিরের গায়ে লেখা আছে ‘ঔঁ সিদ্ধেশ্বরী কালীমাতা’।