Bhagavat Pandit’s House
In his early days in Dakshineswar, Thakur used to visit one Bhagavat Pandit’s house in Barahanagar every evening to listen to recitation from Srimad Bhagavatam. It is mentioned in the book ‘Barahanagar-Alambazar Math’.
ভাগবত পণ্ডিতের বাড়ি
ভাগবত পাঠ শুনিবার আগ্রহে ঠাকুর প্রথম জীবনে দক্ষিণেশ্বর হইতে বরাহনগরে এক ভাগবত পণ্ডিতের বাড়িতে নিত্য সন্ধ্যার সময় হাতে একটি লন্ঠন লইয়া আসিতেন। ‘বরাহনগর-আলমবাজার মঠ’ পুস্তকে ইহার উল্লেখ আছে। সেই গৃহের এখন আর কোন চিহ্ন নাই। স্থানটুকু আছে মাত্র এবং সেই স্থানে ‘শ্রীরামকৃষ্ণ পদরেণু’ নামে একটি অট্টালিকা বর্তমান।
ঠিকানা : ‘শ্রীরামকৃষ্ণ পদরেণু’, ১৬/ ১, দেশবন্ধু রোড (পূর্ব), বরানগর, কলকাতা-৩৫
পথনির্দেশ : বরানগরের দেশবন্ধু ডাকঘরের পূর্বদিকে এবং বড় রাস্তার উত্তরদিকে রাস্তার ধারেই লোহার ফটকযুক্ত বাড়ি ; বাড়িটির বামদিকের উন্মুক্ত অংশে ভাগবত পন্ডিতের বাড়ি ছিল।