Shambhu Mallick’s Garden House
Since Shambhu Mallick’s garden house was next door to Dakshineswar Kalibari, he came in direct contact with Thakur. Thakur used to go sometimes to his garden house and used to listen to his readings from the Bible. After Thakur came to know about holy life of Jesus, he felt strong urge to learn the truth of Christianity and started Sadhana (spiritual practice) accordingly. At present, there is no trace of this place.
শম্ভু মল্লিকের বাগানবাড়ি
কালীবাড়ির পাশেই শম্ভু মল্লিকের এই বাগানবাড়ি থাকায় ঠাকুরের সঙ্গে তাঁহার প্রত্যক্ষ যোগাযোগ হইয়াছিল। ঠাকুর মধ্যে মধ্যে তাঁহার বাগানে যাইতেন। এখানে তাঁহার নিকট হইতে বাইবেল ও যীশুর পবিত্র জীবনকথা শুনিয়া ঠাকুর খ্রীষ্টধর্ম সাধনায় ব্রতী হইয়াছিলেন।
পূর্বে এই বাড়িটির (শম্ভু ভিলা) ঠিকানা ছিল ৯৬, হেস্টি রোড, দক্ষিণেশ্বরের মন্দিরের সংলগ্ন যদুলাল মল্লিকের বাগানবাড়ির দক্ষিণ দিকে এটি অবস্থিত ছিল। পরবর্তীকালে গঙ্গার উপরে সেতু নির্মাণের সময়, জমি অধিগ্রহণের ফলে, শম্ভু মল্লিকের বাগানবাড়িটি ব্রিজের বাম দিকে বা দক্ষিণে আলমবাজার অঞ্চলে যুক্ত হয়। তারপর বাড়িটির তৎকালীন ঠিকানা হয় – ৭৬, সূর্য সেন রোড, কলকাতা-৩৫। বর্তমানে, এই স্থানের এখন কোন চিহ্ন নাই।
Shambhu Charan Mallik
Householder Devotee of Sri Ramakrishna