Mani Mallick’s garden House
Thakur had food at this garden house in Barahanagar. He used to come here at times.
মণি মল্লিকের বাগানবাড়ি
বরাহনগরের এই বাগানবাড়িতে ঠাকুর আহার করিয়াছিলেন। এখানে মধ্যে মধ্যে আসিতেন। সমগ্র বাগানবাড়িটি প্রাচীর দিয়ে ঘেরা। পশ্চিমমুখী প্রধান ফটকের পাশে ছোট আরো একটি প্রবেশ পথ আছে। বাড়ির পিছনের অংশে গঙ্গা নদী। বাড়িটি পরে মল্লিকরা বিক্রয় করিয়া দিয়েছেন।
ঠিকানা : ৭০, অমৃত লাল দাঁ রোড, বরানগর, কলকাতা–৩৬
পথ নির্দেশ : বরানগরে স্বামী সত্যানন্দ প্রতিষ্ঠিত ‘শ্রীরামকৃষ্ণ সেবায়তন’ বা ‘মণি মন্দির’ তথা ‘কাঁচের মন্দিরে’র প্রধান ফটকের সামনের রাস্তাটি অমৃত লাল দাঁ রোড। এই রাস্তায় ঢুকে সামান্য একটু দূরে রাস্তার ধারে এই বাগান বাড়ি।