Kunwar  Singh’s dwelling place

Kunwar  Singh’s Dwelling Place

Next to the garden of the Dakhineswar temple was the barrack of the Sikh platoon . Havildar Bhaktiman Kuar Singh came in contact with Sri Sri Thakur during the stay of the Sikh army guarding the government barracks north of Kalibari, and became his admirer. He invited Sri Sri Thakur to feed the sadhus and took him to his dormitory.

Bengali

কুনওয়ার সিং এর বাসস্থান

দক্ষিণেশ্বর-মন্দিরের বাগানের পাশে শিখ পল্টনদের নিবাস ছিল। ভক্তিমান কুয়ার সিং কালীবাড়ির উত্তরদিকে অবস্থিত সরকারী বারুদখানার পাহারাদার শিখ সৈন্যদলের হাবিলদার থাকার সময়ে শ্রীশ্রীঠাকুরের সংস্পর্শে আসিয়া তাঁহার অনুরাগী হইয়াছিলেন। শ্রীশ্রীঠাকুরকে সাধুদের ভোজন করাইবার সময় নিমন্ত্রণ করিয়া তাঁহার আস্তানায় লইয়া যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *