Thanthania Kalibari

Thanthania Kalibari

Gadadhar (Sri Ramakrishna) while living in the Jhamapukur area in 1852- 1853 to 1855, often used to visit Ma Siddheshwari Kali of Thanthania Kalibari, and sing to the Goddess of this temple. Even later, when he shifted to Dakshineshwar, he had visited this temple several times and paid obeisance to the Goddess. It is in this very temple where Sri Ramakrishna had prayed for the well-being of Keshab Chandra Sen (Leader of Brahmo Samaj), and offered Dab-Chini (green coconut and sugar) to the Divine Mother. This temple was established in 1110 Bengali year (1704 AD) by Mahatma Shankar Ghosh, who had replaced the clay idol of the goddess with a stone idol. Swami Subodhanandaji (pre monastic name Subodh Chandra Ghosh), one of the monastic disciples of Sri Ramakrishna and also known as ‘Khoka Maharaj’ was the great grandson of Shankar Ghosh. The descendants of Shankar Ghosh are the Sebaits (worshipper and administrators of the temple) of Thanthania Kali Mandir.

Address: 220/2 Bidhan Sarani, Calcutta – 700006.

ঠনঠনিয়া কালীবাড়ি

১৮৫২ অথবা ১৮৫৩ সাল থেকে ১৮৫৫ সাল পর্যন্ত ঝামাপুকুর অঞ্চলে বসবাসকালে গদাধর (ঠাকুর শ্রীরামকৃষ্ণ) এই মন্দিরের মা ৺সিদ্ধেশ্বরী কালীমাতার দর্শনে আসিতেন এবং দেবীকে গান শুনাইতেন। পরবর্তীকালেও ঠাকুর এই মন্দিরে অনেকবার আসিয়া দেবীদর্শন করিয়াছিলেন এবং পূজাদি দিয়াছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠনঠনিয়ার এই ৺সিদ্ধেশ্বরী কালীমন্দিরেই অসুস্থ কেশব চন্দ্র সেনের সুস্থতা কামনা করিয়া ডাব-চিনি মানত করিয়াছিলেন এবং ১৮৮৩ সালের ২৮শে নভেম্বর, রাজাবাজারের বাড়িতে (কমলকুটিরে) অসুস্থ কেশব চন্দ্র সেনের সাক্ষাৎ করিতে গিয়া নিজ মুখে তাঁহাকে এই কথা বলিয়াছিলেন। এছাড়াও কথামৃতে উল্লিখিত আছে যে ১৮৮৩ সালের ১৮ই ডিসেম্বর, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠনঠনিয়ার এই ৺সিদ্ধেশ্বরী কালীমন্দিরে রাখালের (রাখাল চন্দ্র ঘোষ, পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদদের অন্যতম, তাঁহার ‘মানস-পুত্র ’স্বামী ব্রহ্মানন্দ’) জন্য ৺মা সিদ্ধেশ্বরীকে ডাব–চিনি মানত‌ করিয়াছিলেন।

১১১০ বঙ্গাব্দে (ইংরাজী  ১৭০৩ খ্রীষ্টাব্দে), মহাত্মা শঙ্কর ঘোষ কর্তৃক এই কালীমন্দির প্রতিষ্ঠিত হইয়াছিল। ভক্ত শঙ্কর ঘোষই এই দেবীর মাটির মূর্তি পরিবর্তন করিয়া প্রস্তর মূর্তি স্থাপন করিয়াছিলেন। শ্রীশ্রীঠাকুরের অন্যতম ত্যাগী পার্ষদ শ্রী সুবোধ চন্দ্র ঘোষ বা স্বামী সুবোধানন্দ (খোকা মহারাজ) ছিলেন এই শঙ্কর ঘোষের প্রপৌত্র। শঙ্কর ঘোষের বংশধরগণই বর্তমানে এই ৺সিদ্ধেশ্বরী কালীমাতার সেবাইত।

ঠিকানা : ২২০/ ২, বিধান সরণি, কলকাতা -৬

পথনির্দেশ : কালী মন্দিরটি উত্তর কলকাতার বিধান সরণি ও রাজেন্দ্র দেব লেনের সংযোগস্থলে অবস্থিত এবং এই মন্দিরের পূর্বে  বিপরীত দিকের রাস্তাটি বেচু চ্যাটার্জি স্ট্রিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *