Thanthania Kalibari
Gadhadar while living in Jhamapukur, used to visit the Ma Siddheshwari Kali, of this temple, and sing to the Goddess. Later, he also visited this temple many times and paid obeisance to the Goddess. This temple was established in 1110 Bengali year (1704 AD). by Mahatma Shankar Ghosh. This devotee Shankar Ghosh replaced the clay idol of the goddess with a stone idol. Swami Subodhanandaji, one of the councilors of Sri Sri Thakur, is the great grandson of Shankar Ghosh. The descendants of Shankar Ghosh are now in the service of this KaliMata. Address: 220/2 Bidhan Sarani, Calcutta – 6.
Bengali
ঠনঠনিয়া কালীবাড়ি
ঝামাপুকুরে বাসকালে গদাধর এই মন্দিরের মা সিদ্ধেশ্বরী কালী দর্শনে আসিতেন এবং দেবীকে গান শুনাইতেন। পরবর্তী কালেও এই মন্দিরে অনেকবার আসিয়া দেবীদর্শন ও পূজাদি দিয়াছিলেন। এই মন্দির ১১১০ বঙ্গাব্দে মহাত্মা শঙ্কর ঘোষ কর্তৃক প্রতিষ্ঠিত। এই ভক্ত শঙ্কর ঘোষই দেবীর মাটির মূর্তির বদলে প্রস্তর মূর্তি স্থাপন করেন। শ্রীশ্রীঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী সুবোধানন্দজী এই শঙ্কর ঘোষের প্রপৌত্র। শঙ্কর ঘোষের বংশধরগণই এখন এই কালীমাতার সেবাইত। ঠিকানা: ২২০।২ বিধান সরণি, কলিকাতা – ৬।.