Temple of the Family Deity

Temple of the Family Deity

In the courtyard of the house and to the west of Sri Ramakrishna’s birthplace is the temple of family deity Lord Raghuvir.

The temple has Rameshwar Shiv Linga, Raghuvir Shila and Shitala Ghat (sacred pot). The deities are regularly worshipped in this temple. The temple which was earlier built of mud, is now brick-built. At present, this temple also has Narayan Shila and Lakshmi Ghat (sacred pot).

কুলদেবতার মন্দির

শ্রীরামকৃষ্ণের গৃহাঙ্গনে তাঁহার জন্মস্থানের পশ্চিমে কুলদেবতা ৺রঘুবীরের মন্দির। মন্দিরে ৺রামেশ্বর শিবলিঙ্গ, ৺রঘুবীর শিলা ও ৺শীতলার ঘট আছে। ইঁহাদের নিত্যপূজা হয়। পূর্বে মন্দিরটি মৃত্তিকা নির্মিত ছিল। পরে ইষ্টক নির্মিত হইয়াছে। বর্তমানে, এই মন্দিরে ৺নারায়ণ শিলা ও ৺লক্ষ্মীর ঘটও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *