During stay in Jhamapukur, Thakur visited Subodh’s (later Swami Subodhananda, one of the disciples of Sri Sri Thakur) home at Thanthania a few times. Subodh was not born then. Later when Subodh, as a student came to meet Thakur in Dakshineswar, Thakur told him, ‘When I used to stay in Jhamapukur, I had visited Siddheshwari temple as well as your house so many times.You were not born then’. Initially, the address of this place was 23 Shankar Ghosh Lane. Now the number is changed to 81 Shankar Ghosh Lane, Kolkata-9. This house is two storied and very old. Swami Subodhananda was born in this house. This is where Sri Sri Thakur used to come.
Bengali
স্বামী সুবোধানন্দের বাড়ি
ঝামাপুকুরে অবস্থানকালে সুবোধের (পরবর্তী কালে শ্রীশ্রীঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী সুবোধানন্দ) ঠনঠনিয়ার বাড়িতে কয়েকবার গিয়াছিলেন। তখন সুবোধের জন্ম হয় নাই। পরবর্তী কালে সুবোধ ছাত্রাবস্থায় প্রথম দক্ষিণেশ্বরে ঠাকুরের দর্শনের জন্য গেলে তিনি বলিয়াছিলেন, ‘যখন ঝামাপুকুরে ছিলুম তোদের সিদ্ধেশ্বরী মন্দির, তোদের বাড়িতে কতবার গেছি। তুই তখন জন্মাসনি।’ প্রথমে এই বাড়ির নম্বর ছিল ২৩ নং শঙ্কর ঘোষ লেন। এখন নম্বর হইয়াছে ৮১ নং শঙ্কর ঘোষ লেন, কলিকাতা-৯। এই বাড়িটি দোতলা ও অতি প্রাচীন। এই বাড়িতেই স্বামী সুবোধানন্দের জন্ম হইয়াছিল। এখানেই শ্রীশ্রীঠাকুর আসিতেন।
HolyTrioFootPrints Admin
Places sanctified by footprints of Thakur Sri Ramakrishna, Ma Sarada Devi and Swami Vivekananda are the places of pilgrimage for their innumerable devotees, followers, admirers, academics and researchers around the world.