Swami Subodhananda’s House
During his stay in Jhamapukur region, Thakur visited Subodh Ghosh’s (later Swami Subodhananda, one of the monastic disciples of Sri Ramakrishna) residence at Thanthania a few times. Subodh was not born then. Later when Subodh, as a young student, came to meet Thakur in Dakshineswar, Thakur told him, ‘When I used to stay in Jhamapukur, I had visited Siddheshwari temple as well as your house so many times. You were not born then’. This old two-story house exists even today.
Address: Earlier, the address of this place was 23 Shankar Ghosh Lane. Now the address has been changed to 81 Shankar Ghosh Lane, Kolkata-9.
Directions: This ancient house is located on the road east of Thanthaniya Kali Mandir in North Kolkata, on the west side of Metropolitan School and Vidyasagar College, on the left side of the road.
Present state of ancestral house of Swami Subodhananda.
স্বামী সুবোধানন্দজীর পৈতৃক বাড়ির বর্তমান অবস্থা।
স্বামী সুবোধানন্দের বাড়ি
ঠাকুর শ্রীরামকৃষ্ণ ১৮৫৩ -১৮৫৫ সালে ঝামাপুকুরে অবস্থানকালে শ্রী সুবোধ চন্দ্র ঘোষের (পরবর্তী কালে শ্রীশ্রীঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী সুবোধানন্দ) ঠনঠনিয়ার বাড়িতে কয়েকবার গিয়াছিলেন। তখন সুবোধের জন্ম হয় নাই। পরবর্তীকালে সুবোধ ছাত্রাবস্থায় প্রথম দক্ষিণেশ্বরে ঠাকুরের দর্শনের জন্য গেলে তিনি বলিয়াছিলেন, ‘যখন ঝামাপুকুরে ছিলুম , তোদের ৺সিদ্ধেশ্বরী মন্দির, তোদের বাড়িতে কতবার গেছি। তুই তখন জন্মাসনি।’ এই বাড়িটি দোতলা ও অতি প্রাচীন। এই বাড়িতেই স্বামী সুবোধানন্দের জন্ম হইয়াছিল। এখানেই শ্রীশ্রীঠাকুর আসিতেন।
ঠিকানা : পূর্বে এই বাড়ির নম্বর ছিল ২৩ নং শঙ্কর ঘোষ লেন। বর্তমানে এই বাড়ির নম্বর হইয়াছে ৪১ নং শঙ্কর ঘোষ লেন, কলিকাতা-৯।
পথনির্দেশ : উত্তর কলকাতায় ঠনঠনিয়া কালী মন্দিরের পূর্বমুখের রাস্তায় মেট্রোপোলিটন স্কুল ও বিদ্যাসাগর কলেজের পশ্চিম দিকে এবং রাস্তার বাম পার্শ্বে অবস্থিত এই প্রাচীন বাড়িটি।
Swami Subodhananda
(8th November 1867 – 2nd December 1932)
স্বামী সুবোধানন্দ
(৮ই নভেম্বর ১৮৬৭ – ২রা ডিসেম্বর ১৯৩২)