Star Theatre
Previous Address: 68 , Beadon Street, Kolkata
Present Address: 68 , Jatindra Mohan Avenue , Kolkata – 5
Star Theatre (Presently Binodini Theatre at 79 , Bidhan Sarani, Kolkata -6 near Hatibagan Junction )

স্টার থিয়েটার
আগের ঠিকানা: 68, বিডন স্ট্রিট, কলকাতা
বর্তমান ঠিকানা: 68, যতীন্দ্র মোহন অ্যাভিনিউ, কলকাতা – 5
স্টার থিয়েটার (বর্তমানে বিনোদিনী থিয়েটার 79, বিধান সরণি, কলকাতা -6 হাতিবাগান জংশনের কাছে)
কথামৃতে আছে ২১-৯-১৮৮৪ তারিখে শ্রীশ্রীঠাকুর ভক্তসঙ্গে এখানে ‘চৈতন্যলীলা’ দর্শন, ১৪-১২-১৮৮৪ তারিখে প্রহ্লাদ চরিত্র এবং ২৫-২-১৮৮৫ তারিখে বৃষকেতু অভিনয় দর্শনে শুভাগমন করিয়াছিলেন। বিডন স্ট্রীটের এই রঙ্গমঞ্চ পরে এমারেল্ড থিয়েটার ও ক্লাসিক থিয়েটারের আভিনয় হইত। পরে কোহিনূর ও মনোমোহন থিয়েটার এখানে হয়।


