Star Theatre

Star Theatre

Previous Address: 68 , Beadon Street, Kolkata
Present Address: 68 , Jatindra Mohan Avenue , Kolkata – 5
Star Theatre (Presently Binodini Theatre at 79 , Bidhan Sarani, Kolkata -6 near Hatibagan Junction )

It has been mentioned in Kathamrita that Sri Sri Thakur along with the devotees watched in Star Theatre three plays viz., ‘Chaitanya Leela’ on 21st September 1884, ‘Prahlad Charitra’ on 14th December 1884 and ‘Brishaketu’ on 25th February 1885. Both Emerald Theatre and Classic Theatre used to stage their plays in this theatre in Beadon Street. Later Kohinoor and Manomohan Theatre also used to perform on the stage of Star Theatre.

স্টার থিয়েটার

আগের ঠিকানা: 68, বিডন স্ট্রিট, কলকাতা
বর্তমান ঠিকানা: 68, যতীন্দ্র মোহন অ্যাভিনিউ, কলকাতা – 5
স্টার থিয়েটার (বর্তমানে বিনোদিনী থিয়েটার 79, বিধান সরণি, কলকাতা -6 হাতিবাগান জংশনের কাছে)

কথামৃতে আছে ২১-৯-১৮৮৪ তারিখে শ্রীশ্রীঠাকুর ভক্তসঙ্গে এখানে ‘চৈতন্যলীলা’ দর্শন, ১৪-১২-১৮৮৪ তারিখে প্রহ্লাদ চরিত্র এবং ২৫-২-১৮৮৫ তারিখে বৃষকেতু অভিনয় দর্শনে শুভাগমন করিয়াছিলেন। বিডন স্ট্রীটের এই রঙ্গমঞ্চ পরে এমারেল্ড থিয়েটার ও ক্লাসিক থিয়েটারের আভিনয় হইত। পরে কোহিনূর ও মনোমোহন থিয়েটার এখানে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *