Sinduria Patti – Thakurbari (temple) of Kashinath Mallik   

Sinduria Patti – Thakurbari (temple) of Kashinath Mallik

Current Address: 14, Mahatma Gandhi Road, Kolkata-7

Sri Sri Thakur once came to visit Kashinath Mallik’s Thakurbari to pay homage to Goddess Singha Vahini, worshipped by turns by the members of the family. It is mentioned in Kathamrita that Sri Sri Thakur went to pay homage to the same Goddess in the house of another member of the Mallik family residing in the neighborhood known as Chasa-Dhopa.

কাশীনাথ মল্লিকের ঠাকুর বাড়ি

উত্তর কলিকাতায় হ্যারিসন রোডে (বর্তমানে মহাত্মা গান্ধী রোডে) কাশীনাথ মল্লিকের এই ঠাকুরবাড়িতে পালাক্রমে পূজিতা ৺সিংহবাহিনী দেবীকে দর্শন করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার আসিয়াছিলেন।
উত্তর কলকাতায় চাষা-ধোপা পাড়ার মল্লিকদের এক শরিকের বাড়িতে (কাশীনাথ মল্লিকের এই ঠাকুর বাড়িতে) শ্রীশ্রীঠাকুর দেবী ৺সিংহবাহিনীর দর্শনে গিয়াছিলেন — শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতে ১৯শে আগস্ট ১৮৮৩ ইহা উল্লিখিত আছে। (শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত , অখন্ড সংস্করণ , উদ্ধোধন কার্যালয়, পৃষ্ঠা ২৫১)

বর্তমান ঠিকানা — ১/৪, মহাত্মা গান্ধী রোড, কলিকাতা -৭০০০০৭

পথ নির্দেশ : উত্তর কলকাতার সিঁদুরিয়াপটীতে মহাত্মা গান্ধী রোড (পূর্বের নাম হ্যারিসন রোড) ও রবীন্দ্র সরণির সংযোগস্থলের (চিৎপুর ক্রসিং) অতি নিকটেই রাস্তার উপরেই অবস্থিত এই ঠাকুর বাড়ির লোহার ফটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *