Sinduria Patti – Thakurbari (temple) of Kashinath Mallik
Current Address: 14, Mahatma Gandhi Road, Kolkata-7
কাশীনাথ মল্লিকের ঠাকুর বাড়ি
উত্তর কলিকাতায় হ্যারিসন রোডে (বর্তমানে মহাত্মা গান্ধী রোডে) কাশীনাথ মল্লিকের এই ঠাকুরবাড়িতে পালাক্রমে পূজিতা ৺সিংহবাহিনী দেবীকে দর্শন করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার আসিয়াছিলেন।
উত্তর কলকাতায় চাষা-ধোপা পাড়ার মল্লিকদের এক শরিকের বাড়িতে (কাশীনাথ মল্লিকের এই ঠাকুর বাড়িতে) শ্রীশ্রীঠাকুর দেবী ৺সিংহবাহিনীর দর্শনে গিয়াছিলেন — শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতে ১৯শে আগস্ট ১৮৮৩ ইহা উল্লিখিত আছে। (শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত , অখন্ড সংস্করণ , উদ্ধোধন কার্যালয়, পৃষ্ঠা ২৫১)
বর্তমান ঠিকানা — ১/৪, মহাত্মা গান্ধী রোড, কলিকাতা -৭০০০০৭
পথ নির্দেশ : উত্তর কলকাতার সিঁদুরিয়াপটীতে মহাত্মা গান্ধী রোড (পূর্বের নাম হ্যারিসন রোড) ও রবীন্দ্র সরণির সংযোগস্থলের (চিৎপুর ক্রসিং) অতি নিকটেই রাস্তার উপরেই অবস্থিত এই ঠাকুর বাড়ির লোহার ফটক।