Simulia – Narendranath’s House
Sri Sri Thakur used to come from time to time to see and inquire about Narendranath at his ancestral house at 3 Gaurmohan Mukherjee Street. According to the writings of Sri Mahendranath Dutta, Thakur never entered this house. However, according to Latu Maharaj (Swami Adbhutananda) and Master Mahasaya (Sri M – writer of Kathamrita), Thakur visited Narendra’s house and Latu Maharaj was with him.
Bengali
সিমুলিয়া – নরেন্দ্রনাথের বাড়ি
শ্রীশ্রীঠাকুর ৩ নং গৌরমোহন মুখার্জ্জী স্ট্রীটের নরেন্দ্রনাথের এই পৈতৃক বাড়িতে তাঁহাকে মাঝে মাঝে দেখিতে ও খোঁজখবর লইতে আসিতেন। মহেন্দ্রনাথ দত্তের রচনা হইতে জানা যায় ঠাকুর কখনও এই গৃহে প্রবেশ করেন নাই। কিন্তু লাটু মহারাজ ও মাস্টারমহাশয়ের মতে ঠাকুর নরেন্দ্রের বাড়ি আসিয়াছিলেন — লাটু মহারাজ সঙ্গে ছিলেন।