Sri Sri Thakur used to come from time to time to see and inquire about Narendranath at his ancestral house at 3 Gaurmohan Mukherjee Street. According to the writings of Sri Mahendranath Dutta, Thakur never entered this house. However, according to Latu Maharaj (Swami Adbhutananda) and Master Mahasaya (Sri M – writer of Kathamrita), Thakur visited Narendra’s house and Latu Maharaj was with him.
Bengali
সিমুলিয়া – নরেন্দ্রনাথের বাড়ি
শ্রীশ্রীঠাকুর ৩ নং গৌরমোহন মুখার্জ্জী স্ট্রীটের নরেন্দ্রনাথের এই পৈতৃক বাড়িতে তাঁহাকে মাঝে মাঝে দেখিতে ও খোঁজখবর লইতে আসিতেন। মহেন্দ্রনাথ দত্তের রচনা হইতে জানা যায় ঠাকুর কখনও এই গৃহে প্রবেশ করেন নাই। কিন্তু লাটু মহারাজ ও মাস্টারমহাশয়ের মতে ঠাকুর নরেন্দ্রের বাড়ি আসিয়াছিলেন — লাটু মহারাজ সঙ্গে ছিলেন।
HolyTrioFootPrints Admin
Places sanctified by footprints of Thakur Sri Ramakrishna, Ma Sarada Devi and Swami Vivekananda are the places of pilgrimage for their innumerable devotees, followers, admirers, academics and researchers around the world.