Simulia – Narendranath’s House
সিমুলিয়া —— (নরেন্দ্রনাথ দত্তের বাড়ি – স্বামী বিবেকানন্দের পূর্বাশ্রম, বর্তমানে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈত্রিক নিবাস ও সাংস্কৃতিক কেন্দ্র)
উত্তর কলিকাতার সিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথের এই পৈতৃক বাড়িতে তাঁহাকে দেখিতে ও তাঁর খোঁজখবর লইতে শ্রীশ্রীঠাকুর এখানে আসিতেন। স্বামী বিবেকানন্দের ভ্রাতা মহেন্দ্রনাথ দত্তের রচনা হইতে জানা যায় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁদের এই বাড়িতে কখনও প্রবেশ করেন নাই। কিন্তু লাটু মহারাজ ও মাস্টারমহাশয়ের মতে ঠাকুর যখন নরেন্দ্রের বাড়ি আসিয়াছিলেন, তখন লাটু মহারাজ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। ১৯৬২ সালে স্বামী বিবেকানন্দের শতবর্ষ হইতে দীর্ঘ তিন দশক বিভিন্ন আইনি জটিলতা অতিক্রম করিয়া রামকৃষ্ণ মিশন বেলুড়মঠ স্বামীজীর এই পৈত্রিক বাড়িটি ’৯০-র দশকের অন্তিম লগ্নে ১৯৯৯ সালে অধিগ্রহণ করে এবং ২০০৪ সালের ২৬শে সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের পৈত্রিক নিবাসে ও তাঁর পবিত্র জন্মস্থানে রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্রের সূচনা হইয়াছে, ‘রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ’স্ অ্যানসেস্ট্রাল হাউজ্ অ্যান্ড কালচারাল সেন্টার’। স্বামীজীর পৈত্রিক বাড়িতে রামকৃষ্ণ মিশনের এই শাখা কেন্দ্রে একটি সংগ্রহালয়, গবেষণাকেন্দ্র, গ্রন্থাগার, ইংরেজি শিক্ষাকেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র ও দাতব্য চিকিৎসাকেন্দ্র রয়েছে।
পূর্বতন ঠিকানা : ৩ নং গৌরমোহন মুখার্জি স্ট্রীট , কলিকাতা -৬
বর্তমান ঠিকানা : ১০৫, বিবেকানন্দ রোড , কলকাতা -৭০০০০৬
পথনির্দেশ : বিবেকানন্দ রোড ও বিধান সরণির সংযোগস্থলে অবস্থিত।