Siddheswari Kali Mandir – Barahanagar

Siddheswari Kali Mandir

Thakur Sri Ramakrishna visited the Siddheswari Kali Mandir near Barahanagar Bazar. It has been mentioned in the book ‘Barahanagar-Alambazar Math’.

সিদ্ধেশ্বরী কালী মন্দির

বরাহনগর বাজারের নিকট সিদ্ধেশ্বরী কালীমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুভাগমন করিয়াছিলেন। এই মন্দিরটি যদিও খুবই ছোট কিন্তু বিগ্রহটি বেশ বড়। দেবীর নাম সিদ্ধেশ্বরী। মন্দির এবং মূর্তি উভয়ই দক্ষিণমুখী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই পথে গাড়ি করিয়া যাইতে অন্যান্য সঙ্গীদিগকে এই মন্দিরের শ্রী শ্রী কালীমাতাকে প্রণাম করিতে বলিতেন এবং নিজেও প্রণাম করিতেন।‘বরাহনগর -আলমবাজার মঠ’ পুস্তকে ইহার উল্লেখ আছে। 

ঠিকানা : ৩১৫, গোপাল লাল ঠাকুর রোড, বরানগর, কলকাতা – ৩৬

পথনির্দেশ : বরানগর বাজারের উত্তরাংশে কাশীপুর রোড, গোপাল লাল ঠাকুর রোড ও কাশীনাথ দত্ত রোডের সংযোগস্থলে তেমাথার পশ্চিমে এই মন্দির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *