Shyampukur Bati
Gokul Bhattacharya’s Workshop, 55 Shyampukur Street. Sri Sri Thakur stayed in this house for 70 days from 2-10-1885 to 10-12-1885 for treatment of throat disease. The Bardin details of this period are mentioned in Kathamrita. This house was rented through the efforts of Kalipada Ghosh.
শ্যামপুকুর বাটি
গোকুল ভট্টাচার্যের বৈঠকখানা, ৫৫ নং শ্যামপুকুর স্ট্রীট। গলার অসুখের চিকিৎসার জন্য শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে ২-১০-১৮৮৫ তাং হইতে ১০-১২-১৮৮৫ পর্যন্ত ৭০ দিন ছিলেন। এই সময়কার বারদিনের বিবরণ কথামৃতে উল্লিখিত আছে। এই বাড়ি কালীপদ ঘোষের প্রচেষ্টায় ভাড়া লওয়া হইয়াছিল।