Shihar – House of Hridayaram

Shihar – House of Hridayaram

House of Hridayaram, son of Sri Sri Thakur’s cousin Hemangini Devi, was in Shihar. Sri Sri Thakur came here a few times. It is located about five miles northwest of the village of Kamarpukur. Once, while travelling in a palanquin from Kamarpukur to Shihar village, Thakur saw two beautiful young boys emerged out of his body and moved to the distant fields to explore the forest flowers and at times they would come near the palanquin and will engage either in merry making or in funny conversations. After rejoicing for a long time, they re-entered his body. Bhairavi Brahmani later heard about this from Thakur and said, “This is advent of Chaitanya in the body of Nityananda and both Sri Nityananda and Sri Chaitanya are staying now in one body inside you.”

 

শিহড়

শ্রীশ্রীঠাকুরের পিসতুত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র হৃদয়রামের বাড়ি। শ্রীশ্রীঠাকুর এখানে কয়েকবার আসিয়াছিলেন। ইহা কামরপুকুর গ্রামের প্রায় পাঁচ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। একবার পালকিতে কামারপুকুর হইতে শিহড় গ্রামে যাওয়ার সময় ঠাকুর দেখিয়াছিলেন তাঁহার দেহ হইতে দুইটি কিশোর বয়স্ক সুন্দর বালক বাহির হইয়া মাঠের মধ্যে বনপুষ্পাদি অন্বেষণ, কখনও বা পালকির নিকটে আসিয়া হাস্য পরিহাস, কথোপকথনাদি করিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত এইরূপ আনন্দ করিয়া তাহারা পুনরায় তাঁহার দেহে প্রবেশ করিল। ভৈরবী ব্রাহ্মণী এই দর্শনের কথা পরবর্তী কালে ঠাকুরের নিকট শুনিয়া তাঁহাকে বলিয়াছিলেন, ‘এইবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব — শ্রীনিত্যানন্দ, শ্রীচৈতন্য এইবার একসঙ্গে একাধারে আসিয়া তোমার ভিতরে রহিয়াছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *