Shankhari Tola – House of Dr. Mahendralal Sarkar
Address – 15, Mahendra Sarkar Street, Kolkata-12.
শাঁখারি টোলা – ডাঃ মহেন্দ্রলাল সরকারের বাড়ি
ঠিকানা — ১৫ নং, মহেন্দ্র সরকার স্ট্রীট, কলিকাতা-১২। শ্রীশ্রীঠাকুরের চিকিৎসার জন্য শাঁখারি টোলার ডা: সরকারের এই বাড়িতে তাঁহাকে লইয়া যাওয়া হইয়াছিল। রামচন্দ্র দত্তের ‘শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত’ গ্রন্থে (২১শ পরিচ্ছেদ) ইহার উল্লেখ আছে।
Dr.Mahendralal Sarkar
(2nd November 1833 – 23rd February 1904)
ডঃ মহেন্দ্রলাল সরকার
(২রা নভেম্বর ১৮৩৩ – ২৩শে ফেব্রুয়ারি ১৯০৪)