Sadharon Brahmo Samaj
‘Sadharan Brahmo Samaj’ was established in the Thanthane area by senior Brahmo devotees like Pandit Shivanath Sastri and Acharya Bijoy Krishna Goswami. This place has been blessed on several occasions by the visit of Sri Ramakrishna. This Sadharan Brahma Samaj was created in 1878 as a result of an ideology confict between the leaders of the Nababidhan Brahmo Samaj and Bharatborshiyo Brahmo Samaj. The building present today was built in the year 1881. The visit of Sri Ramakrishna to this Sadharan Brahmo Samaj has been chronicled in the description of 26th September,1884 in The Gospel of Sri Ramakrishna.
Address: 211, Bidhan Sarani, Kolkata 700009
Directions: Sadharan Brahmo samaj is located in the Thanthane region in the area near the Kali mandir and Srimani Bajar, Bidhan Sarani (earlier known as Cornwallis Street)
সাধারন ব্রাহ্মসমাজ
পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ বিশিষ্ট ব্রাহ্ম নেতাদের প্রতিষ্ঠিত ঠনঠনে অঞ্চলে অবস্থিত এই সাধারণ ব্রাহ্মসমাজ | ঠাকুর শ্রীরামকৃষ্ণ কয়েকবার এই ব্রাহ্ম সমাজে শুভাগমন করিয়াছিলেন। নববিধান তথা ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ও নেতা কেশবচন্দ্র সেনের সঙ্গে মতবিরোধের ফলে ১৮৭৮ খ্রীষ্টাব্দে এই সাধারণ ব্রাহ্মসমাজের সৃষ্টি এবং ১৮৮১ খ্রীষ্টাব্দে সমাজমন্দিরের প্রতিষ্ঠা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের দ্বিতীয় ভাগ ,পঞ্চদশ খন্ডের প্রথম পরিচ্ছেদে ২৬ শে সেপ্টেম্বর ১৮৮৪ খ্রিস্টাব্দে এই সাধারণ ব্রাহ্মসমাজে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন সম্পর্কে উল্লেখিত আছে।
ঠিকানা : (২১১ , বিধান সরণী , কলিকাতা -৯ )
পথ নির্দেশ : উত্তর কলকাতার ঠনঠনিয়া কালী মন্দির ও শ্রীমানী বাজারের মধ্যবর্তী স্থানে বিধান সরণীর (পূর্বের নাম কর্নওয়ালিশ স্ট্রীট ) উপর অবস্থিত এই সাধারণ ব্রাহ্মসমাজ।