Rented House of Debendranath Majumdar

The second person from left in the second row is Devendranath Majumder

বাঁদিক থেকে দ্বিতীয় সারিতে দ্বিতীয় ব্যক্তি দেবেন্দ্রনাথ মজুমদার

Rented house of Debendranath Majumdar

In this dwelling place of Debendranath Majumdar at Nimu Goswami lane, Sri Sri Thakur, on 6th April 1885, passed into super conscious state while singing Kirtan and having discourse on Bhagavat. He took refreshments thereafter and enjoyed very much eating Kulfi (traditional Indian ice cream) in the scorching heat of the month of Chaitra (March/April period)

দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়ি ভাড়া

নিমু গোস্বামী লেনের এই বাড়িতে ৬-৪-১৮৮৫ তারিখে শ্রীশ্রীঠাকুর ভক্তসঙ্গে শুভাগমন পূর্বক কীর্তনানন্দে সমাধিস্থ হন। পরে ভগবৎপ্রসঙ্গ করিয়া জলযোগ করেন। চৈত্রমাসের অসতন্ত গরমে কুলপি খাইয়া আনন্দ করিয়াছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *