Rasik Sweeper’s House
Rasik lived in sweepers colony near Dakshineswar Kalibari. He used to keep Dakshineswar Kalibari clean and tidy. Thakur used to love him for his devotion. During his Sadhana (spiritual practice), Thakur secretly went to Rasik’s house at night, washed the drains, etc.and used his long hairs to sweep the floors, and prayed to the Divine Mother to destroy his pride of Brahmanism. One day while meditating, his mind went to Rasik’s house. He asked his mind to remain settled there.
রসিক মেথরের বাড়ি
দক্ষিণেশ্বর-কালীবাড়ির নিকট মেথর পল্লীতে রসিকের বাস ছিল। সে দক্ষিণেশ্বর কালীবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখিত। রসিকের ভক্তিতে ঠাকুর তাহাকে স্নেহ করিতেন। সাধনকালে ঠাকুর গোপনে রাত্রিতে রসিকের বাড়িতে গিয়া নর্দমা প্রভৃতি স্থান ধুইয়া নিজের মস্তকের কেশ দ্বারা সাফ করিতেন এবং মায়ের নিকট প্রার্থনা করিতেন তাঁহার ব্রাহ্মণত্বের অভিমান নাশ করিবার জন্য ধ্যানকালে একদিন তাঁহার মন রসিকের বাড়িতে চলিয়া গিয়াছিল। তখন তিনি মনকে ওইখানেই থাকার কথা বলিয়াছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলিধন্য এই স্থানে দক্ষিণেশ্বরে শ্রী সারদা মঠের একটি শাখাকেন্দ্র বর্তমান, যেখানে মহিলাদের বিভিন্ন ভাষা ও কম্পিউটার কেন্দ্রীক বিভিন্ন ধরনের কোর্স ও কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হইয়া থাকে।
ঠিকানা :২৪/১ রবীন্দ্রনাথ ঠাকুর রোড , কলেজপাড়া, দক্ষিণেশ্বর, কলকাতা – ৩৫