Rani Rasmoni’s house in Janbazar – current address – 13, Rani Rasmoni Road, Kolkata-87
Rani Rashmoni
(28th September 1793 – 19th February 1861)
রানী রাসমণি
(২৮শে সেপ্টেম্বর ১৭৯৩ – ১৯শে ফেব্রুয়ারি ১৮৬১)
জানবাজারে রানী রাসমনির বাড়ি – বর্তমান ঠিকানা – 13, রানী রাসমনি রোড, কলকাতা-87
বর্তমান ঠিকানা — ১৩ নং, রানী রাসমণি রোড, কলিকাতা-৮৭, জানবাজারে রানীর বাড়িতে আসিলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই দোতলা বাড়িটিতে বাস করিতেন। তাঁহার ব্যবহৃত খাটটি এখনও আছে। মথুরবাবুর প্রবলভক্তি বিশ্বাসের ফলে শ্রীশ্রীঠাকুরকে অধিক সময় নিকটে পাইবার আকাঙ্ক্ষায় তাঁহাকে দক্ষিণেশ্বর হইতে লইয়া আসিয়া দীর্ঘকাল সেবা করিতেন। একত্রে আহার, বিহার, এমনকি একই কক্ষে শয়ন পর্যন্ত করিয়াছেন। শ্রীশ্রীঠাকুরের সখীভাব সাধন কালে এখানে অনুষ্ঠিত অনেক ঘটনার বিবরণ ‘লীলাপ্রসঙ্গে’ আছে।