Ramchandra Dutta’s Udyanbati (Yogodyan Math)

Ramchandra Dutta’s Udyanbati (Yogodyan Math)

In this place of Sadhana (divine contemplation) established by Ramchandra Dutta, Holy Relics of Sri Ramakrishna was enshrined on 23rd August 1886 (Janmastami Tithi). Sri Sri Thakur came here on 26th December, 1883. After arrival, Thakur got out of the carriage and accompanied Ram and the other devotees to the sacred tulsi-grove (holy basil plants). He said, ‘How nice is this place. You can easily meditate on God here.’ Thakur and the other devotees took fruits and sweets offered by Ram Babu. At present it is a branch center of Belur Math – Address Sri Ramakrishna Yogodyan Math, 7 Yogodyan Lane, Kankurgachhi, Kolkata -54.

Bengali

রামচন্দ্র দত্তের উদ্যানবাটি (যোগোদ্যান মঠ)

রামচন্দ্র দত্তের প্রতিষ্ঠিত এই সাধন ক্ষেত্রে শ্রীশ্রীঠাকুরের পূত দেহাস্থি ১৮৮৬ খ্রীষ্টাব্দে জন্মাষ্টমী দিবসে সংরক্ষিত হয়। শ্রীশ্রীঠাকুর এখানে ২৬-১২-১৮৮৩ খ্রীষ্টাব্দে আসিয়াছিলেন। গাড়ি হইতে অবতরণ করিয়া সর্বপ্রথম ঠাকুর তুলসী কানন দর্শন করেন এবং জায়গাটি ঈশ্বর চিন্তার পক্ষে প্রকৃষ্ট স্থান বলিয়া অভিমত প্রকাশ করেন। এখানে রামবাবুর প্রদত্ত ফল ও মিষ্টান্ন ঠাকুর ভক্তগণসহ গ্রহণ করেন। বর্তমানে ইহা বেলুড় মঠের একটি শাখা কেন্দ্র — ঠিকানা শ্রীরামকৃষ্ণ যোগোদ্যান মঠ, ৭ নং যোগোদ্যান লেন, কাঁকুড়গাছি, কলি-৫৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *