Arriving at the garden, the Master got out of the carriage and accompanied Ram and the other devotees to the sacred tulsi-grove. Standing near it, he said : “How nice! It is a fine place. You can easily meditate on God here.”
– 26th December 1883 (The Gospel of Sri Ramakrishna – vol.1)
গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসী-কানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন।
তুলসী-কানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, “বাঃ ! বেশ জায়গা, এখানে বেশ ঈশ্বরচিন্তা হয়।”
– ২৬শে ডিসেম্বর ১৮৮৩ (শ্রীশ্রী রামকৃষ্ণকথামৃত)
Ramchandra Dutta’s Udyanbati (Yogodyan Math)
রামচন্দ্র দত্তের উদ্যানবাটি (যোগোদ্যান মঠ)
রামচন্দ্র দত্তের প্রতিষ্ঠিত এই সাধন ক্ষেত্রে শ্রীশ্রীঠাকুরের পূত দেহাস্থি ১৮৮৬ খ্রীষ্টাব্দে জন্মাষ্টমী দিবসে সংরক্ষিত হয়। শ্রীশ্রীঠাকুর এখানে ২৬-১২-১৮৮৩ খ্রীষ্টাব্দে আসিয়াছিলেন। গাড়ি হইতে অবতরণ করিয়া সর্বপ্রথম ঠাকুর তুলসী কানন দর্শন করেন এবং জায়গাটি ঈশ্বর চিন্তার পক্ষে প্রকৃষ্ট স্থান বলিয়া অভিমত প্রকাশ করেন। এখানে রামবাবুর প্রদত্ত ফল ও মিষ্টান্ন ঠাকুর ভক্তগণসহ গ্রহণ করেন। বর্তমানে ইহা বেলুড় মঠের একটি শাখা কেন্দ্র — ঠিকানা শ্রীরামকৃষ্ণ যোগোদ্যান মঠ, ৭ নং যোগোদ্যান লেন, কাঁকুড়গাছি, কলি-৫৪।
Written in the marble plaque :
In this room and at this place SriSri Ramakrishnadev sat with the devotees and mentioned the room as ‘Thakur Ghar’ (Temple of God) and named this place as ‘Yogodyan’ (Garden for Yogic Practice).
(Year 1290 Bangabda)
Written in the plaque :
Ram, this is the place of Yoga. Create a ‘Panchavati’ here.
Sri Ramakrishna
26th December 1883
রাম, এ যে যোগের স্থান। এখানে একটি ‘পঞ্চবটি’ করো।
শ্রীরামকৃষ্ণ
২৬শে ডিসেম্বর ১৮৮৩
To fulfill the wishes and instructions of Thakur Sri Ramakrishna, Swami Gahanananda, 14th President of Ramakrishna Math and Mission planted in 2007, sapling of ‘Panchavati’ in this place.
ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইচ্ছা এবং নির্দেশ পূরণার্থে, রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্দশ সঙ্ঘাধ্যক্ষ স্বামী গহনানন্দজী ২০০৭ সালে এই স্থানে ‘পঞ্চবটীর’ চারা রোপণ করিয়া দিয়াছেন।
Footprints of Ma Sarada Devi in Yogodyan
যোগোদ্যানে মা সারদা দেবীর চরণচিহ্ন