Rajmohan’s House
On a late evening of 16th November 1882, Sri Sri Thakur came to Rajmohan’s house in Simulia to observe Narendra and other youths offering prayer of worship of Brahmo Samaj. Sri Sri Thakur, after observing their prayer, had refreshments in the house of Rajmohan.
রাজমোহনের (ব্রাহ্ম ভক্ত রাজমোহন বসুর) বাড়ি
১৮৮২ খ্রীষ্টাব্দের ১৬ই নভেম্বর সন্ধ্যার কিছু পরে , শ্রীশ্রীঠাকুর সিমুলিয়ায় রাজমোহনের বাড়িতে নরেন্দ্র প্রভৃতি যুবকদের ব্রাহ্মসমাজের উপাসনা দেখিতে আসিয়াছিলেন। শ্রীশ্রীঠাকুর যুবকদের উপাসনা দেখিবার পর ওই গৃহে জলযোগ করিয়াছিলেন। সেইদিন (১৬.১০.১৮৮২) ১৬ই অক্টোবর ১৮৮২ তারিখে বৈকালে ব্রাহ্মভক্ত রাজমোহন বসুর বাড়িতে শুভাগমনের পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গরাণহাটায় (বর্তমানে নিমতলা স্ট্রীটে) বৈষ্ণব সাধুদের আখড়ায় ষড়ভূজ মহাপ্রভু দর্শন করিয়াছিলেন যাহা শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতে উল্লেখিত হইয়াছে।
বর্তমানে এই বাড়িটির কোন অস্তিত্ব নাই।