Rajabazar – Shivnath Shastri’s House

Shiv Math Shastri (31st January 1848 – 30th September 1919)
শিবনাথ শাস্ত্রী (৩১শে জানুয়ারি ১৮৪৮ – ৩০শে সেপ্টেম্বর ১৯১৯)

Rajabajar- House of Senior Brahmo leader- Shivnath Shastri

On 16-9-1884, Sri Ramkrishna visited Shivnath Shastris house in Rajabajar. As Shibnath was unavailable, he went to the Sadharon Brahmo Samaj temple, where he gave a divine discourse to the Brahmo devotees. However, he could not meet Shibnath that day.

রাজাবাজারবিশিষ্ট ব্রাহ্ম নেতা শিবনাথ শাস্ত্রীর বাড়ি

১৬-৯-১৮৮৪ তারিখে শিবনাথ শাস্ত্রীর রাজাবাজারের বাড়িতে গমন করিয়া তাঁহার দেখা না পাওয়ায় শ্রীশ্রীঠাকুর সাধারণ ব্রাহ্মসমাজ মন্দিরে অপেক্ষা করিয়াছিলেন এবং ব্রাহ্মভক্তগণের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করিয়াছিলেন। কিন্তু সেইদিন শিবনাথের সঙ্গে ওঁর দেখা হয় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *