Panchabati

Panchabati

Sri Sri Thakur spent a long time at this Panchabati ground after planting and growing Bot (banyan), Ashwattha (Peepal), Neem, Amalki and Bel trees. He scattered ‘Rajoh’ from Vrindavan here and said, ‘This place has become a Mahatirtha from now on’. Thakur took Sanyas at Panchabati Sadhan cottage after initiation fromTotapuri, and immersed himself in Vedanta, leading to his attaining Nirvikalpa samadhi.This simple Sadhan cottage has now changed to a permanent cottage.
 

Bengali

পঞ্চবটি

বট, অশ্বত্থ, নিম, আমলকি ও বেলগাছ রোপণ করিয়া শ্রীশ্রীঠাকুর এই পঞ্চবটী তলায় অনেক কাল সাধন করিয়াছিলেন। বৃন্দাবনের রজঃ আনিয়া এখানে ছড়াইয়া দিয়া বলিয়াছিলেন, ‘এই স্থান এখন হইতে মহাতীর্থে পরিণত হইল।’ পঞ্চবটীর সাধন কুটিরে তোতাপুরীর নিকট সন্ন্যাস গ্রহণপূর্বক বেদান্তসাধনা করিয়া নির্বিকল্প সমাধি লাভ করিয়াছিলেন। এই সাধন কুটিরটি এখন একটি পাকা কুটিরে পরিণত হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *