Naba Bidhan Brahmo Samaj, Mechuabazar
Sri Sri Thakur used to come here often. Due to a dispute amongst the followers, Acharya Keshab Chandra Sen, the famous leader of the Brahmo Samaj established his own breakaway ‘Bharatvarshiya Brahmo Samaj’ in 1866. This came to be known later as Nava Bidhan Brahmo Samaj. The Samaj Mandir was built in the year 1869.
Thakur’s visit to Naba Bidhan Brahmo Samaj has been mentioned in the introduction of eighth volume of Sri-M-Darshan.
Address: 95 Keshab Chandra Sen Street, Kolkata – 9
নব বিধান ব্রাহ্মসমাজ, মেছুয়াবাজার
ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায়ই এখানে আসিতেন। ব্রাহ্মসমাজের প্রসিদ্ধ নেতা আচার্য কেশবচন্দ্র সেন তাঁহার অনুগামীদের মধ্যে মতবিরোধের ফলে ১৮৬৬ খ্রীষ্টাব্দে পৃথকভাবে ‘ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠা করেন। ইহার পরবর্তী নামই নববিধান ব্রাহ্মসমাজ। সমাজমন্দিরটি ১৮৬৯ খ্রীষ্টাব্দে নির্মিত।
শ্রীম দর্শন গ্রন্থের অষ্টম ভাগের ভূমিকায় নববিধান ব্রাহ্মসমাজে ঠাকুরের শুভাগমন শ্রীম দর্শন গ্রন্থের অষ্টম ভাগের ভূমিকায় উল্লেখ করা হয়েছে।
ঠিকানা : ৯৫ নং কেশবচন্দ্র সেন স্ট্রীট (মেছুয়াবাজার), কলিকাতা-৯।
পথ নির্দেশ : উত্তর কলকাতার মেছুয়া বাজার অঞ্চলে কলেজ স্ট্রিট মার্কেটের নিকট বাটার জুতার দোকানের সংলগ্ন পূর্বমুখী কেশব চন্দ্র সেন স্ট্রিটের উপরেই বাম দিকে অবস্থিত এই নববিধান ব্রাহ্মসমাজ মন্দির। অপরদিকে রাজাবাজার হইতে আমহার্স্ট স্ট্রিট ও কেশব চন্দ্র সেন স্ট্রীটের সংযোগস্থলের অতি নিকটেই অবস্থিত এই নববিধান ব্রাহ্মসমাজ।