Nainal Pramod Kanan

Dayananda Saraswati (12 February 1824 – 30 October 1883)
দয়ানন্দ সরস্বতী (১২ই ফেব্রুয়ারি ১৮২৪ – ৩০শে অক্টোবর ১৮৮৩)

This picture of Dayananda Saraswati was shot in 1874.
Thakur met him on 15th January 1872. Thakur saw him more or less as seen in this photograph.

Nainal Pramod Kanan

On 15th December 1872 (Swami Prabhananda in “First Meetings with Sri Ramakrishna”), Swami Dayananda Saraswati visited Calcutta and stayed at the garden house of Jatindra Mohan Tagore at Nainal, near Baranagar. It was a short trip for four months.

Thakur Sri Ramakrishna went to see him there with Captain Viswanath Upadhyaya. Quoted from page 71 of the book “First Meetings with Sri Ramakrishna” by Swami Prabhananda (published by Sri Ramakrishna Math, Mylapore) :

“It was perhaps only Captain Viswanath Upadhyaya that accompanied Sri Ramakrishna on the occasion, and the time was probably late one afternoon in the month of January 1873.”

On 28th November 1883, Thakur mentioned about the visit in Keshab Sen’s house :
“Once I visited Dayananda, who was then staying at a garden house. I saw he was extremely anxious about Keshab’s coming; he went out every few minutes to see whether he has arrived. I learnt later on that Keshab had made an appointment with him that day.”*

– Thakur Sri Ramakrishna (28th November 1883)
– *page – 324 (The Gospel of Sri Ramakrishna Vol.2- English Translation of Kathamrita by Swami Nikhilananda – Indian Edition, Twenty-eighth Print, January 2022)

In 1953, Indian Statistical institute has been established on this premises.

নৈনাল প্রমোদ কানন

১৮৭২ সালের ১৫ই ডিসেম্বর (Swami Prabhananda – “First Meetings with Sri Ramakrishna”) স্বামী দয়ানন্দ সরস্বতী কলকাতা আসেন এবং যতীন্দ্রমোহন ঠাকুরের বরানগরের নিকটে নৈনালের বাগানবাড়িতে অবস্থান করেন। মাত্র চার মাস তিনি কলকাতায় ছিলেন।

সেই সময়, শ্রীশ্রীঠাকুর একদিন ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়ের সঙ্গে সেখানে গিয়া তাঁহার সহিত সাক্ষাৎ করেন। স্বামী প্রভানন্দের “First Meetings with Sri Ramakrishna” (Sri Ramakrishna Math, Mylapore থেকে প্রকাশিত) পুস্তকের পৃষ্ঠা ৭১ থেকে উদ্ধৃত (বাংলায় অনূদিত) :

“১৮৭৩ সালের জানুয়ারি মাসে, একদিন দ্বিপ্রহরের শেষের দিকে খুব সম্ভবত ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়ের সহিত শ্রীরামকৃষ্ণ সেদিন সেখানে গিয়াছিলেন।”

২৮শে নভেম্বর ১৮৮৩ সালে‌ কেশব চন্দ্র সেনের বাড়িতে কথোপকথনের সময় শ্রীশ্রীঠাকুর এই সাক্ষাৎকারের উল্লেখ করিয়াছেন :

“দয়ানন্দকে দেখেছিলাম। তখন বাগানে ছিল। কেশব সেন, কেশব সেন, করে ঘর-বাহির করছে, — কখন কেশব আসবে! সেদিন বুঝি কেশবের যাবার কথা ছিল।”*
– ঠাকুর শ্রীরামকৃষ্ণ
(২৮শে নভেম্বর ১৮৮৩)

– *পৃষ্ঠা ৩১০, (শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত – প্রথম সংস্করণ [অখন্ড], ৩৪তম পুনর্মুদ্রণ, ২০১২)

১৯৫৩ সালে, এই স্থানে Indian Statistical Institute প্রতিষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *