Nadia – Nabadwip Dham

Nadia – Nabadwip Dham

Sri Sri Thakur went to visit Nabadwip Dham with Mathurbabu. Thakur, even after visiting many Gosai families of Nabadwip was disappointed by the absence of feeling of any divine vibration of Mahaprabhu. On the way back, while boarding the boat, he had a strange vision. Two beautiful teenagers with skin of molten golden complexion and heads surrounded by golden halo were running towards him through the sky raising their hands and smiling. Thakur shouted out, ‘Oi Elore (here they come), Oi Elore (here they come)!’ As the figures approached and entered Thakur’s body, Thakur fell unconscious. This incident signifies that the original Nabadwip, the divine playground of Sri Sri Mahaprabhu, has submerged long back under the Ganges.

Bengali

নদীয়া – নবদ্বীপ ধাম

শ্রীশ্রীঠাকুর মথুরবাবুর সহিত নবদ্বীপ ধাম দর্শন করিতে গিয়াছিলেন। মহাপ্রভুর দেবভাবের প্রকাশ নবদ্বীপে বহু গোঁসাইর বাড়িতে ঘুরিয়া ঘুরিয়া কিছুই অনুভব না হওয়ায় দুঃখিত হন। ফিরিবার কালে নৌকাতে উঠিবার সময় এক অদ্ভুত দিব্যদর্শন হয়। দিব্যদর্শনটি এইরূপ — দুইটি সুন্দর কিশোর তপ্তকাঞ্চনের মতো রঙ, মাথায় একটি করিয়া জ্যোতিমণ্ডল, হাত তুলিয়া হাসিতে হাসিতে তাঁহার দিকে আকাশ পথ দিয়া ছুটিয়া আসিতেছিল। ঠাকুর চিৎকার করিয়া বলিয়াছিলেন, ‘ওই এলোরে, ওই এলোরে!’ তাঁহারা নিকটে আসিয়া ঠাকুরের দেহে প্রবেশ করায় ঠাকুর বাহ্যজ্ঞানহারা হইয়াছিলেন। ইহা হইতে বুঝা যায় শ্রীশ্রীমহাপ্রভুর লীলাস্থান পুরাতন নবদ্বীপ গঙ্গাগর্ভে লীন হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *