Nabin Chandra Roy Chowdhury’s house

Nabin Chandra Roy Chowdhury’s house

The house of Nabin Chandra Roy Chowdhury of the famous Sabarna Chowdhury family was in  Dakshineswar  village. Thakur used to go to this house of Yogindra’s (Swami Yogananda’s) father to listen to readings from mythology or scriptures etc.

নবীনচন্দ্র রায়চৌধুরীর বাড়ি

দক্ষিণেশ্বর গ্রামে সুবিখ্যাত সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি। যোগীন্দ্রের (স্বামী যোগানন্দের) পিতার এই বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথকতা, শাস্ত্রকথা প্রভৃতি শুনিতে যাইতেন। বাড়িটি পুরাতন হলেও আজও বিদ্যমান। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদদের অন্যতম স্বামী যোগানন্দের জন্মস্থানের ঘরটিতে  ঠাকুর শ্রীরামকৃষ্ণ , শ্রীমা সারদাদেবী, স্বামী বিবেকানন্দ ও তাঁর পট নিত্য পূজিত হইয়া থাকে।

ঠিকানা: ৫, কেদারনাথ বন্দ্যোপাধ্যায় রোড, দক্ষিণেশ্বর, কলকাতা-৭৬  (দক্ষিণেশ্বরে ৺ আদ্যাপীঠের বালিকা আশ্রমের কাছে,  সাধিকা আশ্রমের সংলগ্ন বাড়ি)

The house in which Pujyopada Swami Yogananda lived

পূজ্যপাদ স্বামী যোগানন্দজীর আদি বাড়ি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *