Nabagopal Ghosh’s House in Badurbagan

NabaGopal Ghosh’s house in Badurbagan

 
Once Sri Sri Thakur made a visit to his (NabaGopal) house in Badurbagan on the occasion of a grand festival. After listening to the Bhagavat recitals and kirtana in their Chandi Mandapa, Thakur took the Tribhanga Muraridhari pose (Krishna posing with three bends – head, waist and legs) and remained that way while the singer’s sang Kirtan. NabaGopal Babu was blessed to see the BhuvanMohan (Enchanter of the World) form of Thakur that day.

বাদুরবাগানে নবগোপাল ঘোষের বাড়ি

শ্রীশ্রীঠাকুর তাঁহার বাদুড় বাগনের বাড়িতে একদিন মহোৎসব উপলক্ষে শুভ পদার্পণ করিয়াছিলেন এবং তাঁহাদের চণ্ডীমণ্ডপে ভাগবত পাঠ পদাবলী কীর্তন শ্রবণ করিয়া কীর্তন মধ্যে ত্রিভঙ্গমুরলীধারী হইয়া অবস্থান করিয়াছিলেন। নবগোপালবাবু ঠাকুরের সেইদিন ভুবনমোহন রূপ দর্শন করিয়াছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *