Sri Sri Thakur paid kind visit to his house at 23, Simulia Street. It has been mentioned in the appendix of Kathamrita that, Thakur on 3rd December 1881, had meal at this house with Keshab Sen and others after the discourses on Bhagavat and community singing of Kirtan. Whenever in Calcutta, Sri Sri Thakur would rest here for a while and go elsewhere. At present, the ownership of the house has changed.
Bengali
মনমোহন মিত্রের বাড়ি
২৩ নং সিমুলিয়া স্ট্রীটের এই বাড়িতে শ্রীশ্রীঠাকুর শুভাগমন করিয়াছিলেন। ৩-১২-১৮৮১ তারিখে এই বাড়িতে কেশব সেন ও অন্যান্য ভক্তদের সঙ্গে ভগবৎ প্রসঙ্গ ও কীর্তনানন্দের পরে আহারাদি করিয়াছিলেন — কথামৃতের পরিশিষ্টে ইহার বিবরণ আছে। কলিকাতায় আসিলে এখানে শ্রীশ্রীঠাকুর কিছুক্ষণ বিশ্রাম করিয়া অন্যত্র যাইতেন। বর্তমানে বাড়িটির হস্তান্তর হইয়াছে।
HolyTrioFootPrints Admin
Places sanctified by footprints of Thakur Sri Ramakrishna, Ma Sarada Devi and Swami Vivekananda are the places of pilgrimage for their innumerable devotees, followers, admirers, academics and researchers around the world.