Mechuabazar – Home of Lachhmi Bai

Mechuabazar – Home of Lachhmi Bai

During spiritual practice of Sri Sri Thakur,
Rani Rashmoni and Mathur Babu wanted to test his sense control. With the help of beautiful courtesans like Lachhmi Bai and others, they tried to tempt Thakur first in Dakshineswar and later in a house in Mechuabazar locality. Sri Sri Thakur saw Jaganmata (Divine Mother) among those women and cried out for the eternal Mother before losing external consciousness and slipping into ecstasy. This instilled a sense of Vatsalya Bhav (loving God as one’s child) in all those women. Being seized with sense of guilt, they apologized to Thakur, bowed down to him and left.

Bengali

মেচুয়াবাজার-লছমী বাইয়ের বাড়ি

রানী রাসমণি ও মথুরবাবু শ্রীশ্রীঠাকুরের সাধনকালে তাঁহাকে পরীক্ষা করিবার জন্য লছমী বাঈ প্রমুখ সুন্দরী বারনারীকুলের সাহায্যে ঠাকুরকে প্রথমে দক্ষিণেশ্বরে এবং পরে কলিকতারা মেছুয়াবাজার পল্লীর এক গৃহে প্রলোভিত করিবার চেষ্টা করিয়াছিলেন। শ্রীশ্রীঠাকুর এইসব নারীদের মধ্যে জগন্মাতাকে দেখিয়া ‘মা’ ‘মা’ বলিয়া বাহ্যচেতনা হারাইয়াছিলেন। ইহাতে এই সব নারীর মধ্যে বাৎসল্য ভাবের সঞ্চার হয় এবং তাহারা ঠাকুরের নিকট ক্ষমা প্রার্থনা ও তাঁহাকে প্রণাম পূর্বক চলিয়া গিয়াছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *