Mati Shil’s Thakurbari and Jhil

Mati Shil’s Thakurbari and Jhil (large pond)

On18th June1883, on the way back from the Panihati festival, Thakur and his entourage visited this Thakurbari (temple) and Jhil (large pond) in the evening.

Moti Lal Shil
(1792 – 20th May 1854)

মতিলাল শীল
(১৭৯২ – ২০শে মে ১৮৫৪)

মতিশীলের ঠাকুরবাড়ি ঝিল

১৮-৬-১৮৮৩ তারিখে ঠাকুর সদলবলে পানিহাটীর চিঁড়া-মহোৎসবে হইতে ফিরিবার পথে সন্ধ্যার সময় এই ঠাকুরবাড়ি ও ঝিল দর্শন করেন।

ঠিকানা : ৩৮ ,বি .টি. রোড কলকাতা-৫৬

পথ নির্দেশ : বিটি রোডের উপর কামারহাটি পৌরসভার বিপরীতে বেলঘরিয়া রথতলার মোড়ের কিছু উত্তরে বিটি রোডের পূর্বপ্রান্তে রাস্তার উপরেই এই ঠাকুরবাড়ি। প্রধান ফটকের শীর্ষে লেখা আছে‌–

“মতিলাল শীলের ঠাকুরবাড়ি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *