Manimohan Sen’s Residential House and Thakurbari

House of Manimohan Sen in Panihati

Manimohan Sen’s Residential House and Thakurbari (Temple)

Sri Sri Thakur used to visit his house as well as his Thakurbari (temple) while attending the Panihati festival.

মণিমোহন সেনের বাড়ি ঠাকুরবাড়ি

পানিহাটীর উৎসবে যোগদান কালে তাঁহার বাড়িতে শ্রীশ্রীঠাকুর  শুভাগমন করিয়া তাঁহাদের ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ দর্শন করিতেন এবং সংকীর্তনে যোগ দিয়ে নৃত্য করিতেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের চতুর্থ ভাগের ষষ্ঠ খন্ডের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদে ১৮৮৩ খ্রিস্টাব্দের ১৮ই জুন, মণিমোহন সেনের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন ও প্রসাদ গ্রহণের বিবরণ প্রকাশিত হইয়াছে এবং ১৮৮৫ খ্রিস্টাব্দে এই সেন ভবন ও তাঁদের ঠাকুরবাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন সম্পর্কে বিশদ বিবরণ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ গ্রন্থের পঞ্চম খন্ডের দশম অধ্যায়ে প্রকাশিত হইয়াছে।

ঠিকানা : সেনদের ঠাকুরবাড়ি, শ্রী গৌরাঙ্গ ঘাট রোড, পানিহাটি, জেলা-উত্তর ২৪ পরগনা।

পথনির্দেশ : বিটি রোডের উপর পানিহাটি পৌরসভা ও সোদপুরের মোড়ের বিপরীত দিকে রাজা রামচাঁদ ঘাট রোড ধরে বরাবর গঙ্গার দিকে এগিয়ে গেলে মহোৎসবতলার শ্রী গৌরাঙ্গ ঘাটের পাশেই উত্তরে সেনদের ঘাট এবং এই ঘাটের সামনেই পূর্ব দিকে রাস্তার উপরেই সেনদের এই বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *