Manilal Mallick’s house
মণিলাল মল্লিকের বাড়ি
উত্তর কলিকাতার সিঁদুরিয়াপটীতে ব্রাহ্মভক্ত , দানবীর মণিলাল মল্লিকের বাড়িতে সিঁদুরিয়াপটী ব্রাহ্মসমাজের সাংবৎসরিক মহোৎসবে শ্রীশ্রীঠাকুর ২৬-১১-১৮৮২ এবং ২৬-১১-১৮৮৩ তারিখে (১৮৮২ ও ১৮৮৩ সালের ২৬শে নভেম্বর) শুভাগমন করিয়া ব্রাহ্মভক্তদের সহিত ভগবৎ প্রসঙ্গ ও আহারাদি করিয়াছিলেন। (তথ্য : শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, অখন্ড সংস্করণ , উদ্বোধন কার্যালয়, পৃষ্ঠা ১১০-১১২, ২৯৬-৩০২)
বর্তমানে এই বাড়িটি জৈন মন্দির। বাড়িটির সংস্কার করার পরে, বাড়িটির দ্বিতলের সম্মুখের অংশে, যেখানে ব্রাহ্ম সমাজের উৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন হইয়াছিল, কেবলমাত্র এই অংশটাই শ্রীশ্রীঠাকুরের স্মৃতিবাহী।
বর্তমান ঠিকানা — “শ্রী দিগম্বর জৈন নয়া মন্দির”, ১২০ নং রবীন্দ্র সরণি, কলিকাতা-৭০০ ০০৭
পথ নির্দেশ : উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোড (পূর্বের নাম হ্যারিসন রোড) ও রবীন্দ্র সরণির সংযোগস্থলের (চিৎপুর ক্রসিং) নিকটেই, দক্ষিণ থেকে উত্তরে রবীন্দ্র সরণির ট্রাম রাস্তার ধারে একটি পেট্রোল পাম্পের পার্শ্বে অবস্থিত এই বাড়িটি, যেখানে বর্তমানে এই “শ্রী দিগম্বর জৈন নয়া মন্দির।