Manilal Mallick’s House 

Manilal Mallick’s house

current address no.82 and no.120 Rabindra Sarani, Kolkata-7
 
Sri Sri Thakur visited twice the annual festival of the Brahmo Samaj of Sinduria Patti, first on 26th November 1882 and in the subsequent year on 26th November 1883. He had discourse on God with the Brahmo devotees and had food there. At present this house is a Jain temple.The area in the first floor of the front part of the house where Sri Sri Thakur came is still there after renovation.

মণিলাল মল্লিকের বাড়ি

উত্তর কলিকাতার সিঁদুরিয়াপটীতে ব্রাহ্মভক্ত , দানবীর মণিলাল মল্লিকের বাড়িতে সিঁদুরিয়াপটী ব্রাহ্মসমাজের সাংবৎসরিক মহোৎসবে শ্রীশ্রীঠাকুর ২৬-১১-১৮৮২ এবং ২৬-১১-১৮৮৩ তারিখে (১৮৮২ ও ১৮৮৩ সালের ২৬শে নভেম্বর) শুভাগমন করিয়া ব্রাহ্মভক্তদের সহিত ভগবৎ প্রসঙ্গ ও আহারাদি করিয়াছিলেন। (তথ্য : শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, অখন্ড সংস্করণ , উদ্বোধন কার্যালয়, পৃষ্ঠা ১১০-১১২, ২৯৬-৩০২)
বর্তমানে এই বাড়িটি জৈন মন্দির। বাড়িটির সংস্কার করার পরে, বাড়িটির দ্বিতলের সম্মুখের অংশে, যেখানে ব্রাহ্ম সমাজের উৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন হইয়াছিল, কেবলমাত্র এই অংশটাই শ্রীশ্রীঠাকুরের স্মৃতিবাহী।

বর্তমান ঠিকানা — “শ্রী দিগম্বর জৈন নয়া মন্দির”, ১২০ নং রবীন্দ্র সরণি, কলিকাতা-৭০০ ০০৭

পথ নির্দেশ : উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোড (পূর্বের নাম হ্যারিসন রোড) ও রবীন্দ্র সরণির সংযোগস্থলের (চিৎপুর ক্রসিং) নিকটেই, দক্ষিণ থেকে উত্তরে রবীন্দ্র সরণির ট্রাম রাস্তার ধারে একটি পেট্রোল পাম্পের পার্শ্বে অবস্থিত এই বাড়িটি, যেখানে বর্তমানে এই “শ্রী দিগম্বর জৈন নয়া মন্দির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *