হাতিবাগানে মহেন্দ্র মুখার্জির বহু বছর পূর্বের বন্ধ ময়দার কল যেখানে ২১শে সেপ্টেম্বর ১৮৮৪ সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে যাতায়াতের সময় বিশ্রাম করিয়াছিলেন
Hatibagan
Mahendra Mukherjee’s Flour Mill
হাতিবাগান মহেন্দ্র মুখোপাধ্যায়ের ময়দার কল
স্টার থিয়েটারে চৈতান্যলীলা দর্শনের জন্যে মহেন্দ্র মুখুজ্জের ময়দার কলে শ্রীশ্রীঠাকুর ২১-৯-১৮৮৪ তারিখে আসিয়া কিছুক্ষণ বিশ্রাম করিয়াছিলেন। থিয়েটারে অভিনয় দর্শনের পর দক্ষিণেশ্বরে ফিরিবার পথে এখানে মহেন্দ্রবাবু শ্রীশ্রীঠাকুরকে সযত্নে খাওয়াইয়াছিলেন।