Mahendra Mukherjee’s Flour Mill – Hatibagan

হাতিবাগানে মহেন্দ্র মুখার্জির বহু বছর পূর্বের বন্ধ ময়দার কল যেখানে ২১শে সেপ্টেম্বর ১৮৮৪ সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে যাতায়াতের সময় বিশ্রাম করিয়াছিলেন

Hatibagan Mahendra Mukherjee’s Flour Mill 

Address: Acharya Prafulla Chandra Roy Road , Shyambazar , Kolkata – 4 .

Sri Sri Thakur visited Mahendra Mukherjee’s flour mill on 21st September, 1884 when he came to watch the play ‘Chaitanya Lila’ at the Star theatre and rested here for a while. After the theatre, Mahendrababu, with great devotion, served Sri Sri Thakur with refreshments before his return to Dakshineswar.
 

হাতিবাগান মহেন্দ্র মুখোপাধ্যায়ের ময়দার কল

ঠিকানা: আচার্য প্রফুল্ল চন্দ্র রায় রোড, শ্যামবাজার, কলকাতা – ৪।

স্টার থিয়েটারে চৈতান্যলীলা দর্শনের জন্যে মহেন্দ্র মুখুজ্জের ময়দার কলে শ্রীশ্রীঠাকুর ২১-৯-১৮৮৪ তারিখে আসিয়া কিছুক্ষণ বিশ্রাম করিয়াছিলেন। থিয়েটারে অভিনয় দর্শনের পর দক্ষিণেশ্বরে ফিরিবার পথে এখানে মহেন্দ্রবাবু শ্রীশ্রীঠাকুরকে সযত্নে খাওয়াইয়াছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *