Mahendra Goswami House

Mahendra Goswami House

(Now No. 40/41 Mahendra Goswami Lane): Srim Darshan — 15th volume mentions Sri Sri Thakur’s visit to this house. In this house five hundred years old Gaur-Nitai Vigraha is served by turns. Mahendra Goswami is a descendant of Nityananda. Their ancient home in Khardah. Śrī Śrī Thākura came to Gorānītāi Vigraha darshan.

মহেন্দ্র গোস্বামীর বাড়ি

শ্রীশ্রীঠাকুরের এই বাড়িতে শুভাগমনের কথা শ্রীম দর্শন — পঞ্চদশ খণ্ডে উল্লিখিত আছে। এই বাড়িতে পাঁচশত বৎসরের প্রাচীন গৌর-নিতাই বিগ্রহের পালাক্রমে সেবা আছে। মহেন্দ্র গোস্বামী প্রভু নিত্যানন্দের বংশধর। খড়দহে তাঁহাদের প্রাচীন বাড়ি। শ্রীশ্রীঠাকুর এই প্রাচীন গৌর-নিতাই বিগ্রহ দর্শন করিবার জন্যই মহেন্দ্র গোস্বামীর বাড়িতে আসিয়াছিলেন।

বর্তমান ঠিকানা : ৪০/১ /এ , মহেন্দ্র গোস্বামী লেন, কলিকাতা -৭০০ ০০৬

পথনির্দেশ : উত্তর কলিকাতার বিধান সরণিতে হেদুয়ার কোনে বিপ্লবী বাঘা যতীনের মর্মর মূর্তির বিপরীত দিকে শতাধিক প্রাচীন ক্রাইস্ট চার্চের সংলগ্ন রামদুলাল সরকার স্ট্রীট হইতে বামপার্শ্বে ডাঃ নারায়ণ রায় সরণিতে (পূর্বতন সিমলা স্ট্রীট) প্রবেশ করিয়া ২-৩ টি বাড়ি অতিক্রম করিয়া ডান পার্শ্বে মহেন্দ্র গোস্বামী লেনে প্রবেশ করিলে বাম পার্শ্বের প্রথম গলির মধ্যে এই বাড়িটি অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *