Mahendra Goswami House
(Now No. 40/41 Mahendra Goswami Lane): Srim Darshan — 15th volume mentions Sri Sri Thakur’s visit to this house. In this house five hundred years old Gaur-Nitai Vigraha is served by turns. Mahendra Goswami is a descendant of Nityananda. Their ancient home in Khardah. Śrī Śrī Thākura came to Gorānītāi Vigraha darshan.
মহেন্দ্র গোস্বামী বাড়ি
(বর্তমানে ৪০/৪১ নং মহেন্দ্র গোস্বামী লেন): শ্রীম দর্শন — ১৫শ খণ্ডে শ্রীশ্রীঠাকুরের এই বাড়িতে শুভাগমনের কথা উল্লিখিত আছে। এই বাড়িতে পাঁচশত বৎসরের প্রাচীন গৌর-নিতাই বিগ্রহের পালাক্রমে সেবা আছে। মহেন্দ্র গোস্বামী নিত্যানন্দের বংশধর। খড়দহে তাঁহাদের প্রাচীন বাড়ি। শ্রীশ্রীঠাকুর গোর-নিতাই বিগ্রহ দর্শনে আসিয়াছিলেন।