Maharshi Debendranath Tagore’s house in Jorasanko
Maharshi Debendranath Tagore
(15th May 1817 – 19th January 1905)
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
(১৫ই মে ১৮১৭ – ১৯শে জানুয়ারি ১৯০৫)
জোড়াসাঁকোতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি — বর্তমান ঠিকানা ৬/৪, দ্বারকানাথ ঠাকুর রোড, কলিকাতা-৭। মথুরবাবুর সঙ্গে শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে মহর্ষির সঙ্গে দেখা করিতে আসিয়াছিলেন। ঠিক কোন ঘরে সাক্ষাৎ হইয়াছিল তাহা এখন জানা যায় না। ২৬-১০-১৮৮৪ তারিখে কথামৃতে এই প্রসঙ্গ আছে। বর্তমানে এই বাড়িটি ও অন্যান্য বাড়িগুলি রবীন্দ্র সোসাইটি ও রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়ের কর্ম কেন্দ্র।