Pantha Niwas of the Lahas of Kamarpukur

Pantha Niwas (free lodging for travellers) of the Lahas

It was located at the east-south corner of the crossroads where the road goes south through Hathtala in Sreepur and merges with Ahalya Bai Road. To the east of the Pantha Niwas and on the way towards Burdwan, there was a new Choti (resting place of the travellers). Gadadhar used to visit all these places to meet the ascetics and serve them as much as possible. Apart from these places, Gadadhar used to roam freely in the open environment of different villages and in different places in his childhood.

লাহাবাবুদের পান্থ নিবাস (যাত্রীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা)

শ্রীপুরের হাটতলা হইয়া যে পথ দক্ষিণে গিয়া অহল্যা বাঈ রোডের সঙ্গে মিশিয়াছে সেই চৌমাথার পূর্ব-দক্ষিণ কোণে ইহা অবস্থিত ছিল। ওই পান্থনিবাসের কিছু পূর্বে বর্ধমান যাইবার পথের নিকটে নূতন চটি। গদাধর এই সব স্থানে সাধুদর্শন করিয়া তাঁহাদের সহিত মেলামেশার জন্য যাইতেন ও তাঁহাদের যথাসাধ্য সেবা করিতেন। এইসব স্থান ব্যতীত গদাধর বাল্যকালে বিভিন্ন গ্রামের মুক্ত পরিবেশে স্বাধীনভাবে বহুগৃহে ও বিভিন্ন স্থানে ঘুরিয়া বেড়াইয়াছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *