Kuthibari
Outside of the temple complex and to it’s north is Kuthibari where Rani Rashmoni, her son in law, Mathurbabu and other members of the family used to stay, whenever they visited Dakshineswar. In 1855, Thakur Sri Ramakrishna started living in a room situated on the westside of Kuthibari. After the death of his nephew Akshay in 1869, and between 1869 to 1871, Thakur shifted to a room on the north-west side of the temple premises and lived there till he was taken to Calcutta in 1885 for treatment. He used to give fervent calls to his future disciples from the roof of this Kuthibari.
On the Kalipuja day on 17th October 2009, ‘Lokmata Rani Rasmani Foundation’ has installed a full-size statue of Sri Ramakrishna in the same room of Kuthibari, where Sri Ramakrishna spent first 14 to 16 years in Dakshineswar. Also a library by the name ‘Prajnatirtha’ has been inaugurated on the same day.

An early picture of Kuthibari

কুঠিবাড়ি
রানী রাসমণি, মথুরবাবু ও পরে তাঁহাদের উত্তরাধিকারীগণ দক্ষিণেশ্বরে আসিলে, মন্দির প্রাঙ্গণের দক্ষিণ দিকে অবস্থিত এই কুঠিবাড়িতে বাস করিতেন। শ্রীশ্রীঠাকুর ১৮৫৫ সাল হইতে এই কুঠিবাড়ির পশ্চিমের ঘরে দীর্ঘদিন বাস করিয়াছিলেন। ১৮৬৯ সালে ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের মৃত্যুর পরে ১৮৬৯ থেকে ১৮৭১ সালের মধ্যে কোন সময়ে, ঠাকুর মন্দির প্রাঙ্গণের উত্তর-পশ্চিম দিকের ঘরটিতে বসবাস শুরু করেন। ১৮৮৫ সালে চিকিৎসার জন্য কলিকাতায় স্থানান্তরিত হওয়া পর্যন্ত ঠাকুর মন্দির প্রাঙ্গণের ঘরটিতে বাস করিতেন। এই কুঠিবাড়ির ছাদ হইতে তিনি ভক্তদের আকুল আহ্বান করিতেন।
এই কুঠিবাড়িতে যে ঘরে শ্রীরামকৃষ্ণ থাকিতেন, ‘লোকমাতা রানী রাসমনি ফাউন্ডেশনের’ উদ্যোগে কালীপূজার শুভদিনে, ২০০৯ সালের ১৭ই অক্টোবর , সেই ঘরে শ্রীরামকৃষ্ণের পূর্ণ অবয়ব মূর্তি প্রতিষ্ঠা হইয়াছে। ওই দিনেই কুঠিবাড়িতে ‘প্রজ্ঞাতীর্থ ’ গ্রন্থাগারেরও শুভ উদ্বোধন হইয়াছিল।
