Konnagar
The zamindars (landlords) and other respectable people of this village used to feel very happy visiting the temple of Dakshineswar. They were particularly impressed and captivated by listening to spiritual discourses of Sri Ramakrishna as well as community singing of hymns (Kirtan). Due to their earnestness, Sri Sri Thakur visited Konnagar a few times. Pandit Deenabandhu Nyaratna, Shriyukta Nabai Chaitanya Mitra and his nephew Manomohan Mitra of this place were very respectful to Sri Sri Thakur and became his ardent devotees.
কোন্নগর
এই গ্রামের জমিদার ও সম্ভ্রান্ত ব্যক্তিগণ দক্ষিণেশ্বরে মন্দিরাদি দর্শন ও শ্রীরামকৃষ্ণের দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গ ও কীর্তনাদি শ্রবণ করিয়া মুগ্ধ হইয়াছিলেন। তাঁহাদের আগ্রহে শ্রীশ্রীঠাকুর কয়েকবার কোন্নগরে এবং কোন্নগর হরিভক্তি প্রদায়িনী সভায় শুভাগমন করিয়াছিলেন। এই স্থানের পণ্ডিত দীনবন্ধু ন্যয়রত্ন, শ্রীযুক্ত নবাইচৈতন্য মিত্র এবং তাঁহার ভ্রাতুষ্পুত্র মনোমোহন মিত্র শ্রীশ্রীঠাকুরের বিশেষ অনুরাগী ও পরমভক্ত হইয়াছিলেন। স্বামী প্রভানন্দজী মহারাজ দ্বারা রচিত, ‘শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য নবচৈতন্য’ পুস্তিকায় এ বিষয়ে উল্লেখ করেছেন, “শ্রীরামকৃষ্ণ গাড়ী করে যান কোন্নগর হরিসভাতে। হরিসভা বর্তমানের শম্ভু চ্যাটার্জী স্ট্রীটে। নবচৈতন্যের (নবাইচৈতন্য) বাড়ি থেকে প্রায় কুড়ি মিনিটের পথ। সেখানে ৺রাধাকৃষ্ণের যুগল মূর্তি নিত্য পূজা পাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সেই মূর্তির দিকে মুখ করে এবং সভার পাঠকের দিকে পিঠ ফিরিয়ে বসেন ও ভাগবতের পাঠ ও ব্যাখা শোনেন”। ১৮৮৫ সালের ৫ ই জুলাই শ্রীরামকৃষ্ণের এই হরিসভায় শুভাগমন হইয়াছিল।
ঠিকানা : কোন্নগর হরিভক্তি প্রদায়িনী সভা, ১৭০, শম্ভু চ্যাটার্জি স্ট্রীট, জেলা-হুগলী ;
পথনির্দেশ : কোন্নগরে জিটি রোডে গঙ্গার ধারে যে দ্বাদশ শিব মন্দির আছে তার প্রায় বিপরীতে পশ্চিম দিকে শম্ভু চ্যাটার্জী স্ট্রিট। এই রাস্তায় ঢুকে দু-তিন মিনিটের হাঁটা পথে রাস্তার বাম দিকে এই মন্দির। মন্দিরের ওপর দিকে দেয়ালে বড় বড় হরফে লেখা আছে ‘কোন্নগর হরিভক্তি প্রদায়িনী সভা’।