Khelat Ghosh’s House

Khelat Ghosh’s house

at 47, Pathuria Ghata Street, Kolkata-6

Sri Sri Thakur sanctified this house by his visit at 10 pm on 21st July 1883. It is mentioned in Kathamrita that he came here to meet an eager and elderly devout Vaishnava relative of Khelat Ghosh. The name of this Vaishnava devotee was Sri Nityananda Singha whose home address was Nityananda Dham, 38/8, Bose Para Lane, Bagbazar.

খেলাৎ চন্দ্র ঘোষের বাড়ি

ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাথুরিয়াঘাটায় জমিদার ও পরম ভক্ত ৺বাবু খেলাৎ চন্দ্র ঘোষের বাড়িতে ১৮৮৩ সালের ২১শে জুলাই রাত্রি ১০টার সময় শুভাগমন করিয়াছিলেন। এই বাড়িতে শুভাগমনের পূর্বে ঠাকুর নিকটেই যদুলাল মল্লিকের পাথুরিয়াঘাটার বাড়িতে ৺সিংহবাহিনী মূর্তি দর্শন করিতে গিয়াছিলেন। (তথ্য : শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত , অখন্ড সংস্করণ, উদ্বোধন কার্যালয় ,পৃষ্ঠা : ২৩৮-২৪০) বাবু খেলাৎ চন্দ্র ঘোষের সম্বন্ধী এক প্রবীণ বৈষ্ণব ভক্তের আগ্রহে শ্রীশ্রীঠাকুর এখানে আগমন করেন। কথামৃতে ইহার উল্লেখ আছে। এই বৈষ্ণব ভক্তের নাম জানা গিয়াছে শ্রীনিত্যানন্দ সিংহ; তাঁহার বাড়ির ঠিকানা : নিত্যানন্দ ধাম, ৩৮/৮, বোসপাড়া লেন, বাগবাজার।

ঠিকানা ৪৭, পাথুরিয়াঘাটা স্ট্রীট, কলিকতা-৬

পথনির্দেশ : উত্তর কলিকাতার নতুন বাজারের নিকট রবীন্দ্র সরণি হইতে পশ্চিম মুখে পাথুরিয়াঘাটের সরু রাস্তা বরাবর অগ্রসর হইলে , রাস্তার উপরেই বাম পার্শ্বে অবস্থিত বড় থামযুক্ত এই বিশাল অট্টালিকাটি।

Khelat Chandra Ghosh (1829-1878)

খেলাত চন্দ্র ঘোষ (১৮২৯-১৮৭৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *