Khelat Ghosh’s house
at 47, Pathuria Ghata Street, Kolkata-6
খেলাৎ চন্দ্র ঘোষের বাড়ি
ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাথুরিয়াঘাটায় জমিদার ও পরম ভক্ত ৺বাবু খেলাৎ চন্দ্র ঘোষের বাড়িতে ১৮৮৩ সালের ২১শে জুলাই রাত্রি ১০টার সময় শুভাগমন করিয়াছিলেন। এই বাড়িতে শুভাগমনের পূর্বে ঠাকুর নিকটেই যদুলাল মল্লিকের পাথুরিয়াঘাটার বাড়িতে ৺সিংহবাহিনী মূর্তি দর্শন করিতে গিয়াছিলেন। (তথ্য : শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত , অখন্ড সংস্করণ, উদ্বোধন কার্যালয় ,পৃষ্ঠা : ২৩৮-২৪০) বাবু খেলাৎ চন্দ্র ঘোষের সম্বন্ধী এক প্রবীণ বৈষ্ণব ভক্তের আগ্রহে শ্রীশ্রীঠাকুর এখানে আগমন করেন। কথামৃতে ইহার উল্লেখ আছে। এই বৈষ্ণব ভক্তের নাম জানা গিয়াছে শ্রীনিত্যানন্দ সিংহ; তাঁহার বাড়ির ঠিকানা : নিত্যানন্দ ধাম, ৩৮/৮, বোসপাড়া লেন, বাগবাজার।
ঠিকানা ৪৭, পাথুরিয়াঘাটা স্ট্রীট, কলিকতা-৬
পথনির্দেশ : উত্তর কলিকাতার নতুন বাজারের নিকট রবীন্দ্র সরণি হইতে পশ্চিম মুখে পাথুরিয়াঘাটের সরু রাস্তা বরাবর অগ্রসর হইলে , রাস্তার উপরেই বাম পার্শ্বে অবস্থিত বড় থামযুক্ত এই বিশাল অট্টালিকাটি।
Khelat Chandra Ghosh (1829-1878)
খেলাত চন্দ্র ঘোষ (১৮২৯-১৮৭৮)